নিজস্ব প্রতিবেদকঃ বাজে ব্যাটিংয়ের কারণে জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছে ওপেনার লিটন দাসকে। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের দুটি ম্যাচে ০ রানে আউট হওয়ার পরে তাকে দলের সঙ্গেই রাখা হয়নি। চট্টগ্রাম থেকে গত রাতে ঢাকা ফেরেন এই ওপেনার। উদ্দেশ্যে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আবাহনীর হয়ে ম্যাচে খেলা। রোববার এবারের ডিপিএলে নিজের প্রথম ম্যাচে মাঠে নামেন লিটন। তবে হাসে নি তাঁর ব্যাট। মাত্র ৫ রান করেছেন আজ।
বিকেএসপির ৩ নম্বর মাঠে আজ আবাহনীর বিপক্ষে শুরুতে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৬৯ রানে অলআউট হয় শাইনপুকুর ক্রিকেট ক্লাব। জবাবে আবাহনীর হয়ে ওপেনিংয়ে নামেন মোহাম্মদ নাঈম শেখ ও সাব্বির হোসেন। ১১ বলে ১৫ রান করে সাব্বির আউট হলে উইকেটে আসেন লিটন। শুরু থেকেই নড়বড়ে খেলতে থাকেন তিনি। শেষ পর্যন্ত ১৯ বলে মাত্র ৫ রান করে আরাফাত সানির বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। যদিও ম্যাচটি হারতে হয় নি আবাহনীর। ওপেনার নাঈম ও মাহমুদুল হাসান জয়ের ফিফটিতে বড় জয় পায় দলটি।
বল হাতে ৩ উইকেট শিকারের পর ব্যাট হাতে ৩০ বলে অপরাজিত ২৫ রান করেন আবাহনীর আফিফ হোসেন। যার সুবাদে তিনি জেতেন ম্যাচ সেরার পুরষ্কার। আবাহনীর হয়ে ৩ উইকেট নেন পেসার খালেদ আহমেদও। এরপর ব্যাট হাতে ফিফটি হাঁকান নাঈম-জয়। ৩ ছক্কা ও ৪ চারে ৮৭ বলে ৬৬ রান করেন নাঈম। আর জয়ের ব্যাট থেকে আসে ২ ছক্কা ও ৩ চারে ৫৯ বলে ৫১ রান। এর আগে শাইনপুকুরের হয়ে ফিফটি হাঁকান অধিনায়ক আকবর আলী ও এসএম মেহরব হাসান। তবু দলটি বড় পুঁজি পায় নি। অলআউট হয় ১৬৯ রানে। সেই রান তাড়ায় আবাহনী ম্যাচ জেতে ৭ উইকেটের বড় ব্যবধানে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post