নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) অঘোষিত ফাইনালে মুখোমুখি হয়েছে আবাহনী লিমিটেড ও শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। মিরপুরের শের-ই বাংলায় ডিপিএলের শেষ রাউন্ডের ম্যাচে জমজমাট লড়াই হচ্ছে ধানমণ্ডি পাড়ার দুই ক্লাবের মধ্যকার।
দুই দলই শক্তিশালী এবং শিরোপার দাবিদার। এর মধ্যে শেখ জামাল বর্তমান চ্যাম্পিয়ন এবং আবাহনী সাবেক চ্যাম্পিয়ন। আজকের ম্যাচে যারাই জিতবে, তারাই ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে শিরোপা জিতবেন। বর্তমানে দুই দলেরই সমান ২৬ পয়েন্ট নামের পাশে।
হোম অব ক্রিকেটে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮২ রানের বড় সংগ্রহ পেয়েছে। যেখানে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক নুরুল হাসান সোহান। এই উইকেটরক্ষক ব্যাটার খেলেছেন ৮৯ রানের অপরাজিত এক দারুণ ইনিংস। তার ৭০ বলের ঝড়ো ইনিংসটি সাজানো ৮ বাউন্ডারি ও ৪ ছক্কার মারে।
এছাড়া ৮৫ বলে ৩ বাউন্ডারি ও ১ ছক্কায় ৫৩ রান করেন তাইবুর রহমান। দলের বিদেশি পারভেজ রাসুল ৪২ ও ফজলে রাব্বির ব্যাট থেকে আসে ৪০ রান। শেষ দিকে ২৯ রানের ক্যামিও খেলেন জিয়াউর রহমান। মিডল অর্ডার ব্যাটাররাই টেনেছেন দলকে।
টপ অর্ডারের তিন ব্যাটার সাইফ হাসান, সৈকত আলি ও রবিউল ইসলাম ব্যর্থ হয়েছেন। তিনজন ব্যক্তিগত রানের খাতা এক অঙ্ক থেকে বের হতে পারেননি। ইনিংসের প্রথম ওভারেই ডাক মেরে ফিরেন সাইফ। এরপর চতুর্থ ওভারের প্রথম ফলে ফিরেন আরেক ওপেনার সৈকত। আর পঞ্চম ওভারের শেষ বলে রবি আউট হলেই বিপদে পড়ে দলটি। মাত্র ১৬ রানে ৩ উইকেট হারানো দলকে এরপরই টেনে তুলেন রাব্বি, তাইবুর, সোহান, পারভেজরা।
আবাহনীর হয়ে তানভীর ইসলাম ও তানজিম হাসান সাকিব ২টি করে উইকেট শিকার করেন।
২৮৩ রানের লক্ষ্যে এখন ব্যাট করছে আবাহনী লিমিটেড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা