নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগের শেষ রাউন্ড জয় দিয়ে রাঙিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। মিঠুন-জাকিরদের কাছে ধরাশায়ী হয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। দলটি হেরেছে ৭৩ রানের বড় ব্যবধানে। ম্যাচ সেরা প্রাইম ব্যাংকের কাশিফ ভাট্টি।
নারায়ণগঞ্জের ফতুল্লায় টস জিতে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫২ রান সংগ্রহ করতে পারে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ৬২ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় সর্বোচ্চ ৫৭ রানের ইনিংস খেলেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন। ৪৯ বলে ৩ বাউন্ডারি ও ২ ছক্কায় ৪৩ রান করেন ওপেনার জাকির হাসান। ওপেনার শাহদাত হোসেন দিপু ও কাশিফ ভাট্টি ২৭ রান করে করেন।
গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে সুমন খান একাই ৪ উইকেট শিকার করেন। ২টি উইকেট লাভ করেন টিপু সুলতান।
২৫৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুইশ রানও করতে পারেনি গাজী গ্রুপ ক্রিকেটার্স। ৪৩.১ ওভারে ১৭৯ রানেই গুঁটিয়ে যায় দলটির ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করে করেন ফরহাদ হোসেইন ও এনামুল হক। আসাদুল্লাহ আল গালিব ২৬ ও মেহরব হাসান ২৫ রান করেন।
প্রাইম ব্যাংকের হয়ে কাশিভ ভাট্টি একাই ৪ উইকেট শিকার করেন। রুবেল হোসেইন, নাসির হোসেইন ও অলক কাপালি ২টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা