নিজস্ব প্রতিবেদকঃ আগের দিন বাংলাদেশের জার্সিতে টি-টোয়েন্টি খেলে, পরদিন সকালেই ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ওয়ানডে ম্যাচ খেলতে নেমেছেন সাকিব আল হাসান, রনি তালুকদার। শুক্রবার ম্যাচ না খেললেও, জাতীয় দলের সাথে ছিলেন মেহেদী হাসান মিরাজও। সাভারের বিকেএসপিতে তিন জনই আসরে প্রথমবার মাঠে নেমেছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে। এর মধ্যে সাকিব করছেন অধিনায়কত্ব।
শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে সেই ম্যাচে আগে ব্যাট করছে মোহামেডান। তবে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। যদিও রান পেয়েছেন রনি তালুকদার। কিন্তু বড় করতে পারেননি নিজের ইনিংস।
ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ৩২ রান করেন রনি। ৪৪ বলের ইনিংসে ২ বাউন্ডারি ও ১ ছয় হাঁকান। ইমরুল কায়েসের সাথে ৭৯ রানের উদ্বোধনী জুটি করে মোহামেডানকে ভালো শুরু এনে দিয়েছিলেন। তবে নিজের ইনিংসকে বড় করতে পারেননি তিনি।
এরপর টপ অর্ডারে নামানো হয় মেহেদী হাসান মিরাজকে। তিনি অবশ্য সুবিধা করতে পারেননি। ১৩ বলে ৫ রান করেছেন কেবল। মিরাজের বিদায়ে চারে নামা সাকিবও রান করতে পারেননি। এই বাঁহাতি ৯ বলে ৫ রান করেছেন মাত্র।
যার ফলে জাতীয় দলের তিন তারকাকে তড়িঘড়ি করে মাঠে নামিয়ে কার্যত যে বাজিতে জিততে চেয়েছিল মোহামেডান, সেটা ব্যাটিংয়ে হয়নি। যদিও বল হাতে কারিশমা দেখানোর সুযোগ আছে সাকিব ও মিরাজের। এছাড়া সাকিবের নেতৃত্বও দলটির জন্য বাড়তি পাওনা।
এদিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত মোহামেডানের দলীয় সংগ্রহ ৩১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৭ রান। ফিফটি হাঁকিয়েছেন ইমরুল কায়েস। এই ওপেনার এখন সেঞ্চুরির পথে আছেন। ৮৪ রান করে অপরাজিত আছেন বর্তমানে। তাকে সঙ্গ দিচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি অপরাজিত ২৭ রান করে। এখনও ব্যাটিং করতে নামেননি সৌম্য সরকার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post