স্পোর্টস ডেস্ক:: চলমান ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে আম্পায়ারিং নিয়ে ‘বিতর্ক’ হচ্ছে। জাতীয় দলের ম্যাচ শেষে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট খেলতে নেমেই আম্পায়ারের ‘বিতর্কিত’ সিদ্ধান্তের বলী হন তিনি। মোহামেডানের এই ক্রিকেটার এলবিডাব্লিউ’র সিদ্ধান্ত মেনে নিতে পারেননি।
সিটি ক্লাবের বিপক্ষে ওই ম্যাচে মিরাজ আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে অসন্তুুষ্টি প্রকাশ করেন। মাঠেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তিনি। এরপর রিজার্ভ আম্পায়ারের কাছেও অভিযোগ করেন। দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকেও তার আউটের ভিডিও দেখাতে দেখা যায়।
আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে বিরুপ প্রতিক্রিয়ায় জানানোর কারণে লেভের একের অপরাধ ভঙ্গের অভিযোগ আনা হয় মিরাজের বিরুদ্ধে। ম্যাচ রেফারি তাকে তাই শাস্তি দেন। শাস্তি হিসেবে মিরাজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post