নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) পারফর্ম করেই যাচ্ছেন মাশরাফী বিন মোর্ত্তাজা। এবার দেখা পেলেন ৫ উইকেটের। মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে দারুণ বোলিং করেছেন লিজেন্ডস অব রূপগঞ্জের এই ক্রিকেটার। বয়সটা যে নিছকই এক সংখ্যা, সেটাই জানান দিচ্ছেন ৩৯ বছরের ম্যাশ।
মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মাশরাফীর বোলিং ফিগার ৮.৪ ওভারে ৩ মেইডেনসহ ১৭ রান খরচায় ৫ উইকেট। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে এই নিয়ে সপ্তমবারের মতো ৫ উইকেটের দেখা পেলেন তিনি। গড়েছেন বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি বয়সে লিস্ট ‘এ’তে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড। ৩৯ বছর ১৭৩ দিনে এই কীর্তি গড়েন। এর আগে ৩৭ বছর ২৫৮ দিনে ৫ উইকেট নিয়ে গেল বছর রেকর্ড গড়েছিলেন মোহাম্মদ আশরাফুল।
এবার সেই রেকর্ড ভেঙে দিলেন মাশরাফী। একইসাথে নতুন মাইলফলকও স্পর্শ করেন। ৪৫০ উইকেট শিকার করেছেন লিস্ট ‘এ’ ক্রিকেটে। বর্তমানে তার নামের পাশে ৪৫২ উইকেট। এর জন্য ৩২৪টি ম্যাচ খেলতে হয়েছে। এবারের ডিপিএলে এই নিয়ে ৪ ম্যাচে শিকার করলেন ১১ উইকেট।
অথচ আগের মতো ফুল রান আপে বোলিং করতে পারেন না। ছোট ছোট রান আপে লাইন ও লেন্থ ধরে রেখে দুর্দান্ত বোলিং করে কুপোকাত করছেন ব্যাটারদের। মাশরাফীর দারুণ বোলিংয়ের দিনে মোহামেডান অলআউট হয়ে পড়ে মাত্র ৮০ রানে।
২২.৪ ওভারেই গুঁটিয়ে যায় মোহামেডানের ইনিংস। সৌম্য সরকার ছাড়া কেউই উইকেটে লড়াই করতে পারেনি। ম্যাচের শুরুতে মাহিদুল ইসলাম অঙ্কন বিদায় নিলেও, অধিনায়ক ইমরুল কায়েস ও সৌম্য সরকার পঞ্চাশোর্ধ একটি ভালো জুটি গড়েন। তবে দলীয় ৫৩ রানের মাথায় দ্বিতীয় উইকেট পড়তেই হুরমুড়িয়ে ভেঙে পড়ে ব্যাটিং লাইনআপ। বাকি ২৭ রান নিতেই ৮ উইকেট হারিয়ে ফেলে দলটি। ব্যর্থ হন মাহমুদউল্লাহ রিয়াদ, অনুষ্টুপ, আরিফুল হক, শুভাগত হোমরা।
টপ অর্ডারে নেমে সৌম্য সরকার একাই ২৬ বলে ৮ বাউন্ডারিতে ৪১ রান করেন। এর বাইরে ব্যক্তিগতভাবে দুই অঙ্কের রানের ঘরে নাম নিতে পারেন কেবল ইমরুল। তিনি করেন ১১ রান। ৮০ রানে অলআউট হয়ে, এবারের আসরে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার লজ্জা পায় মোহামেডান।
মাশরাফীর ৫ উইকেট ছাড়াও ২টি করে উইকেট শিকার করেছেন চিরাগ জনি ও নাঈম ইসলাম জুনিয়র। শুধুমাত্র পাঁচ উইকেটই নয়, বুড়ো হাড়ের ভেলকি দেখিয়ে দারুণ দুটি ক্যাচও নিয়েছেন মাশরাফী।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা