নিজস্ব প্রতিবেদকঃ আর মাত্র দিন কয়েক পরই শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের মৌসুমের। সব ঠিক থাকলে আগামী ১৫ মার্চ পর্দা উঠবে টুর্নামেন্টের। আসরকে ঘিরে শেষ মূহুর্তের প্রস্তুতি নিচ্ছে অংশগ্রহণকারী দলগুলো। আগেভাগেই দল গুছিয়ে অধিনায়কও চূড়ান্ত করে ফেলেছে ঐতিহ্যবাহী দল মোহামেডান স্পোর্টিং ক্লাব।
এবারের ডিপিএলে মোহামেডান বেছে নিয়েছে নতুন অধিনায়ক। দলটিকে নেতৃত্ব দেবেন ইমরুল কায়েস। দলবদলে এবার শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ছেড়ে মোহামেডানে নাম লেখান ইমরুল। এই বাঁহাতি তারকা জানিয়েছিলেন সাকিব আল হাসানের ফোন পেয়েই ক্লাবটিতে নাম লিখিয়েছেন তিনি।
এই অধিনায়কত্বও সাকিবের পছন্দেই বলে গুঞ্জন রয়েছে। দলে সাকিব আল হাসান ছাড়াও, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদের মতো জাতীয় দলের ক্রিকেটাররা আছেন। কিন্তু এদের সবার আন্তর্জাতিক ব্যস্ততা থাকবে। আর তাই ইমরুলকেই দেওয়া হয়েছে তারকাবহুল দলের দায়িত্ব।
কিছুদিন আগেই বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে শিরোপা জিতিয়েছেন ইমরুল। এর আগের বিপিএলেও ইমরুল শিরোপা জিতিয়েছেন কুমিল্লাকে। বিপিএলের পর ডিপিএলে শেখ জামালকে গেল আসরে চ্যাম্পিয়ন করিয়েছেন অধিনায়ক হিসেবে। সব মিলিয়ে ঘরোয়া ক্রিকেটে অভিজ্ঞ এই তারকার উপরই আস্থা রেখেছে মোহামেডান।
২০২৩ ডিপিএলে মোহামেডান স্পোর্টিং ক্লাবের স্কোয়াড
ইমরুল কায়েস (অধিনায়ক), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, মোহাম্মদ আশরাফুল, রনি তালুকদার, শুভাগত হোম, আরিফুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, আব্দুল মজিদ, আরিফুল ইসলাম, রুবেল মিয়া, নাজমুল ইসলাম অপু, এনামুল হক জুনিয়র, কামরুল ইসলাম রাব্বি, খালেদ আহমেদ, আবু জায়েদ রাহি, রুয়েল মিয়া ও মুশফিক হাসান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post