নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শুরুর দিনক্ষণ চূড়ান্ত হয়ে গেছে। সব ঠিক থাকলে আগামী ১৫ মার্চ থেকে শুরু হবে ২০২৩ সালের আসর। এবারের ডিপিএলেও থাকছে ১২টি দল। যার মধ্যে দুটি দল উঠে এসেছে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ থেকে।
এবারের ডিপিএলে যে দুটি দল নিশ্চিত করেছে খেলা, সেই দুই দল হলো গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি ও পারটেক্স স্পোর্টিং ক্লাব। দুই দল পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে শেষ করেছে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ। এর মধ্যে আসরে চ্যাম্পিয়ন হয়েছে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি। আর রানার্সআপ থেকে আসর শেষ করেছে পারটেক্স গ্রুপ।
আসরে অপ্রতিরোধ্য ছিল গাজী টায়ার্স। ১৬ ম্যাচ খেলে ১৪টি ম্যাচেই জিতেছে দলটি। ২৮ পয়েন্ট নিয়ে শিরোপা ঘরে তুলেছে। অপরদিকে আসরের একেবারে শেষ ম্যাচে এসে ডিপিএলে খেলা নিশ্চিত করেছে পারটেক্স। ১৬ ম্যাচে ১১ জয়ে ২২ পয়েন্ট তাদের। জয়ের বিকল্প নেই এমন ম্যাচে পারটেক্স ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাবকে ৮ উইকেটে হারিয়েছে।
যদি নিজেদের শেষ ম্যাচে পারটেক্স জিততে না পারতো। তাহলে রানার্সআপ হয়ে ডিপিএল খেলতো খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। তবে এখন ১৬ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তৃতীয় থেকে আসর শেষ করতে হয়েছে ঘরোয়া ক্রিকেটের অন্যতম পরিচিত এই দলটিকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post