নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের এবারের মৌসুমে ফর্মের তুঙ্গে ছিলেন মোহাম্মদ নাঈম শেখ। আবাহনীর জার্সিতে খেলেছেন ১৬ ম্যাচ। সংগ্রহ করেন আসর সর্বোচ্চ ৯৩২ রান। ১০টি ফিফটি আর একটি সেঞ্চুরিতে তার গড় ৭২ ছুঁইছুঁই।
দুর্দান্ত ডিপিএল কাটানো নাঈম লাল বলে এসে ব্যর্থ। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে সিলেটে উইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে ৫ রানের বেশি করতে পারেন নি এই বাঁহাতি ব্যাটার। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার থেকে শুরু হওয়া দ্বিতীয় চারদিনের ম্যাচে খেলতে নেমে ব্যর্থ হয়েছেন তিনি। ক্যারিবিয়ান স্পিনার কেভিন সিনক্লেয়ারের বলে বোল্ড হয়ে ফেরেন নাঈম।
টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয় নি বাংলাদেশের। ওপেনার জাকির হাসান ঝড়ো শুরুর আভাস দেন। তবে থিতু হতে পারেন নি। ১৩ বলে ১৮ রান করে ফিরেন আকিম জর্দানের বলে। জাকিরের বিদায়ের পর আহত অবসর নেন সাদমান ইসলাম অনিক। ব্যাটিং করতে গিয়ে তাঁর আঙ্গুলে চোট লাগে। ব্যক্তিগত ১১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি।
তিনে নামা সাইফ হাসান ধাক্কা সামলে ৩১ রান করে বিদায় নেন। প্রথম সেশনে বাংলাদেশের বিপদ বাড়ে তাঁর বিদায়ে। এর আগে ক্যারিবিয়ান স্পিনার কেভিনের হাওয়ায় ভাসানো ডেলিভারি ড্রাইভ করতে গিয়ে বল স্টাম্পে ঢেকে আনেন নাঈম। এরপর সাইফ ফিরলে দলীয় ৭৩ রানে তৃতীয় উইকেট হায়ার স্বাগতিকরা।
বৃষ্টি বাঁধায় আজ প্রথমদিনের খেলা নির্ধারিত সময়ে শুরু হয় নি। আড়াই ঘণ্টা পর টস হওয়া ম্যাচের প্রথম সেশনে বাংলাদেশের সংগ্রহ ২৯ ওভারে ৩ উইকেটে ৮৮ রান। উইকেটে আছেন অধিনায়ক আফিফ হোসেন ও শাহাদাত হোসেন দিপু।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০