স্পোর্টস ডেস্ক:: শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে জয় তুলে নেওয়া বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ভারতকে হারিয়েছে তাদের মাটিতে। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বুধবার বাংলাদেশ অনূর্ধ্ব- ২০ দল ২-১ গোলের ব্যবধানে ভারত অনূর্ধ্ব-২০ দলকে হারিয়েছে। এই জয়ে ফাইনালের পথে আরেক ধাপ এগিয়ে গেলো বাংলাদেশ।
ঘরের মাঠে বাংলাদেশের কিশোদের কাছে হারতে হয়েছে ভারতীয় কিশোরদের। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ভারত ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। ২-১ গোলের ম্যাচটির সবগুলো গোলই এসেছে প্রথমার্ধে। বাংলাদেশ শুরুতে এগিয়ে যায়। পরক্ষণে স্বাগতিকরাও ফিরে সমতায়।
বাংলাদেশকে দারুণ জয় এনে দিয়েছেন পিয়াস। তরুণ এই ফুটবলার স্বাগতিকদের বিপক্ষে জোড়া গোল করেছেন। আর তাতেই বাংলাদেশ ভারতীয়দেরকে তাদের মাটিতে হারিয়েছে। ম্যাচের ২৯তম মিনিটে পিয়াসের গোলে লিড নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল।
মিনিট ছয়েক পরেই সমতায় ফেরে ভারত অনূর্ধ্ব-২৯ দল। ম্যাচের ৩৫তম মিনিটে জানঘেরার গোলে সমতায় ফেরে ভারত। ১-১ গোলের সমতায় থাকা ম্যাচে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে বাংলাদেশকে এগিয়ে দেন জোড়া গোল করা পিয়াস। যোগ করা সময়ের প্রথম মিনিটেই ব্যবধান ২-১ করেন তিনি। এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতির পর দ্বিতীয়ার্ধে খেলা শুরু হলে স্বাগতিকরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। তবে দারুণ খেলা বাংলাদেশ তাদেরকে সেই সুযোগ দেয়নি। নিজেরাও আর ব্যবধান বাড়াতে পারেনি। ফলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০