নিজস্ব প্রতিবেদক: এমনিতেই পয়েন্ট তালিকার তলানিতে উত্তর বারিধারা ক্লাব। প্রিমিয়ার লিগে সিলেট পর্বে এসেও ভাগ্য বদলাতে পারলো না দলটি। মুক্তিযোদ্ধ সংসদ ক্রীড়া চক্রের সঙ্গে দলটি হেরেছে নিজেদের ভুলেই।
ম্যাচের ৬৭ মিনিটে বারিধারার ডিফেন্সেররা বল ক্লিয়ার করে তুলে দেন মুক্তিযোদ্ধার অনিকের পায়ে। সুযোগটাকে কাজে লাগিয়েই মুক্তিযোদ্ধার অনিক জয় সূচক গোল করে দলকে নিয়ে আসেন পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে।
সিলেট জেলা স্টেডিয়ামে সোমবার বিকাল সাড়ে ৪ টায় শুরু হওয়া ম্যাচে দু’দলই খেলতে থাকে অগোছালো ফুটবল। ম্যাচের ১১ মিনিটের মাথায় সংঘবদ্ধ আক্রমণে ওঠে মুক্তিযোদ্ধা। ফরোয়ার্ড তৌহিদের দুর্বল শট খুজে পায়নি প্রতিপক্ষের জাল। আসেনি কোনো ফল।
ম্যাচের প্রথমার্ধের ১৯ মিনিটের মাথায় মুক্তিযোদ্ধার আহমেদ মুসা ডিবক্সের বাইরে থেকে নেয়া শট রুখে দেন বারিধারা গোলরক্ষক এরশাদ। কিছু সময় পর ৩১ মিনিটেই এগিয়ে যেতে পারতো বারিধারা। তাদের বিদেশী খেলোয়াড় কলিন্স থিয়াগোর শট লোগবারে লেগে ফিরে আসলে গোল বঞ্চিত থাকতে নিজেদের কাছেই পরাজিত বারিধারাকে। গোল শুন্য ‘সমতা’ রেখেই বিরতিতে যায় উভয় দল।
বিরতির পর গোলের জন্য মরিয়া হয়ে ওঠে মুক্তিযোদ্ধা। পাল্টা আক্রমণ করে বারিধারাও। কিন্তুু কেউই গোলের দেখা পাচ্ছিলো না। পুরো ম্যাচ জুড়ে দু’দলই সমান আধিপত্য রেখে খেললেও ৬৭ মিনিটে ওই ভুলে হেরে যায় বারিধারা। পূর্ণ পয়েন্ট নিযেই মাঠ ছাড়ে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০