ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে ফিরবেন মুস্তাফিজ

0
31

স্পোর্টস ডেস্ক: ইনজুরি থেকে ধীরে ধীরে সেরে উঠছেন মুস্তাফিজুর রহমান। সিরিজ খেলতে আগামী ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ দল। আর এ সফর দিয়েই আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশা ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিস্ময় বালক খ্যাত পেস তারকা মুস্তাফিজুর রহমান।

মুস্তাফিজ নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এমনটাই জানিয়েছেন তিনি।

গত জুলাই মাসে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে সাসেক্সের হয়ে খেলতে গিয়ে কাঁধের ইনজুরিতে পড়েন মুস্তাফিজ। এরপর প্রখ্যাত সার্জন অ্যান্ড্রু ওয়ালেসের তত্ত্বাবধানে ১১ই আগস্ট লন্ডনের ক্রোমওয়েল হাসপাতালে কাঁধের অস্ত্রোপচার করা হয় তাঁর।

অস্ত্রোপচারের পর থেকেই পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন তরুণ এই পেসার। সেই পুনর্বাসন প্রক্রিয়া শেষ হতে আরও মাস খানেক সময় লাগবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিজিও দেবাশীষ চৌধুরী।

যদিও মুস্তাফিজকে ছয় মাস মাঠের বাইরে থাকতে হবে বলে জানিয়েছিলেন অ্যান্ড্রু ওয়ালেস। তবে দেবাশীষের মতে সবকিছু ঠিকভাবে চললে তার আগেই সুস্থ হয়ে উঠবেন দ্যা ফিজ। আর সেক্ষেত্রে আগামী নিউজিল্যান্ড সফরেই মাঠে দেখা যাবে তাঁকে।

মুস্তাফিজ নিজেও আশাবাদী তাঁর ফেরার ব্যাপারে। ফেসবুক পেজেও সেটাই লিখেছেন তিনি। মুস্তাফিজ লিখেছেন, ‘নিউজিল্যান্ড সিরিজ দিয়ে মাঠে ফিরছে ফিজ।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/ক্রি/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here