ডি কককে আক্ষেপে রেখে ‘সমতায়’ শেষ ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা সিরিজ

0
14

স্পোর্টস ডেস্ক:: আউট হননি, ইনিংসও শেষ হয়নি। তবুও সেঞ্চুরির জন্য মাত্র ৮ রানের আক্ষেপে পুড়লেন প্রোটিয়া ব্যাটার কুইন্টন ডি কক। তাকে ৯২ রানেই রেখেই বৃষ্টিতে ভেসে গেছে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি। দুই দল একটি করে ম্যাচ জেতায় সিরিজ শেষ পর্যন্ত হয়েেছে ১-১ সমতায়।

সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটিতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। বৃষইর কারণে ৪৫ ওভারে নেমে আসা ম্যাচটির প্রথম ইনিংসে তখন মাত্র ২৭.৪ ওভারের খেলা শেষ হয়েছে। প্রোটিয়াদের সংগ্রহ ২ উইকেটে ১৫৯ রান। ৯২ রানে ডি কক ও ২৪ রানে এইডেন মাক্রাম অপরাজিত।

দীর্ঘক্ষণ অপেক্ষায় করেও বৃষ্টির কারণে আর ম্যাচটি শুরু করতে পারেননি আম্পায়াররা। শেষ পর্যন্ত তাই সিরিজের শেষ ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। তিন ম্যাচের সিরিজটি তাই শেষ হয়ে যায় ১-১ সমতায়।

মাত্র ৮ রানের জন্য সেঞ্চুরি করতে পারেননি ডি কক। ৯২ রানের অপরাজিত ইনিংসে ১৩টি চার হাঁকিয়েছেন। ৭৬ বলে সাজিয়েছেন শতকের ইনিংসটি। ওয়ানডে ক্রিকেটে তাই ১৮তম সেঞ্চুরির অপেক্ষা বাড়লো এই ব্যাটারের। এক দিনের ক্রিকেটে তিনি এখন পর্যন্ত ৩০টি অর্ধশতক হাঁকিয়েছেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here