স্পোর্টস ডেস্কঃ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। কাটাকে ম্যাচটি শুরু হয়েছে সন্ধ্যা ৭.৩০টায়। এর আগে অনুষ্ঠিত টস জিতেছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে ব্যাটিংয়ে নেমেছে ভারত।
তবে শুরুটা ভালো করতে পারেনি স্বাগতিকরা। ম্যাচের প্রথম ওভারেই ঋতুরাজ গায়কোয়াদের উইকেট তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ৪ বল খেলে মাত্র ১ রানে তরুণ এই ওপেনার ফিরে যান প্যাভিলিয়নে। কাগিসো রাবাদার বলে কভার ড্রাইভ খেলতে গিয়ে কেশভ মহারাজের হাতে ধরা পড়েন তিনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সবশেষ সংগ্রহ ৪ ওভারে ১ উইকেটের বিনিময়ে মাত্র ২৫ রান। এর মধ্যে চতুর্থ ওভারেই এসেছে শুধু ১৩ রান। বাকি ৩ ওভারে কেবল ১২ রান নিতে পেরেছে দলটি। ইশান কিষাণ ১৪ ও শ্রেয়াস আইয়ার ৯ রান করে অপরাজিত আছেন উইকেটে।
এই ম্যাচে একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে দক্ষিণ আফ্রিকা। ইনজুরির কারণে ম্যাচটি খেলতে পারছেন না দলের অন্যতম তারকা কুইন্টন ডি কক। এছাড়া বাদ দেওয়া হয়েছে ত্রিস্টান স্টুভসকে। তাদের পরিবর্তে একাদশে এসেছেন রেজা হেনড্রিকস ও হেনরিখ ক্লাসেন।
তবে এই ম্যাচে একাদশে কোনো পরিবর্তন নিয়ে মাঠে নামেনি ভারত। সিরিজের প্রথম ম্যাচ হারলেও সেই একাদশ নিয়েই মাঠে নেমেছেন অধিনায়ক ঋষভ পন্ত। পাঁচ ম্যাচের সিরিজে সমতায় ফেরার লক্ষ্য তাদের।
ভারত একাদশ
ঋষভ পন্ত (অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াদ, ইশান কিষাণ, শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, হার্ষাল প্যাটেল, আভেষ খান, ভুবনেশ্বর কুমার ও যুজবেন্দ্র চাহাল।
দক্ষিণ আফ্রিকা একাদশ
টেম্বা বাভুমা (অধিনায়ক), রেজা হেনড্রিকস, র্যাসি ভ্যান ডার ডুসেন, ডেভিড মিলার, হেনরিখ ক্লাসেন, ডুয়াইন প্রিটোরিয়াস, ওয়েন পারনেল, কাগিসো রাবাদা, কেশভ মহারাজ, অ্যানরিখ নরকিয়া ও তাবরাইজ শামসি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা