ডি ককের টানা দ্বিতীয় সেঞ্চুরিতে বড় সংগ্রহ দক্ষিণ আফ্রিকার

0
32

স্পোর্টস ডেস্কঃ চলতি বিশ্বকাপের শুরু থেকে দুর্দান্ত ছন্দে আছেন দক্ষিণ আফ্রিকার ওপেনার কুইন্টন ডি কক। আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি ছিল ৮৩ বলে, এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে করলেন ৯০ বলে। বিশ্বকাপে টানা দ্বিতীয় সেঞ্চুরি উপহার দিলেন প্রোটিয়া এই ওপেনার।

ডি ককের সেঞ্চুরিতে ভর করে বড় সংগ্রহ পেয়েছে দক্ষিণ আফ্রিকা। নির্ধারিত ওভারে ৭ উইকেটে ৩১১ রান করেছে টেম্বা বাভুমার দল। টস হেরে ব্যাট করতে নেমে ডি কক আর বাভুমার জুটি ভাঙতেই রীতিমত গলদঘর্ম হতে হয়েছে অস্ট্রেলিয়ার বোলারদের। ১৭.৪ ওভারে জুটিতে শতরান পূর্ণ করে এই জুটি।

২০তম ওভারে এসে জুটি ভাঙেন গ্লেন ম্যাক্সওয়েল। প্রোটিয়া অধিনায়ক বাভুমা বড় শট খেলতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ হন। ৫৫ বলে তিনি করেন ৩৫ রান। ফন ডার ডুসেনকে ইনিংস বড় করতে দেননি অ্যাডাম জাম্বা। ৩০ বলে ২৬ করে সাজঘরের পথ ধরেন এই ব্যাটার। তবে একপ্রান্তে রানের চাকা সচল রাখেন ডি কক।

ঝড়ো সেঞ্চুরির পর অবশ্য দুর্ভাগ্যজনক আউটে সাজঘরে ফিরতে হয়েছে ডি কককে। ম্যাক্সওয়েলকে রিভার্স পুল খেলতে গিয়েছিলেন। বল তার গ্লাভসে লেগে নিচে পড়ে ভেঙে যায় স্টাম্প। ১০৬ বলে ৮ চার আর ৫ ছক্কায় ডি ককের ব্যাট থেকে আসে ১০৯ রান। এরপর ৪১ বলে ফিফটি করেন এইডেন মার্করাম।

শেষপর্যন্ত ৪৪ বলে মার্করামের ৫৬ রানের ঝড়ো ইনিংসটি থামান প্যাট কামিন্স। হেনরিখ ক্লাসেনও ২৭ বলে ২৯ রান করেন। শেষ দিকে মার্কো জানসেনের ২২ বলে ২৬ আর ডেভিড মিলার ১৩ বলে করেন ১৭ রান। তাতে ৩১১ রান পর্যন্ত যেতে পারে প্রোটিয়ারা। অস্ট্রেলিয়ার হয়ে দুটি করে উইকেট পেয়েছেন স্টার্ক ও ম্যাক্সওয়েল।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here