স্পোর্টস ডেস্কঃ দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচে অদ্ভূত এক কারণে ৫ রানের পেনাল্টি দেওয়া হয়েছে। আর সেই পেনাল্টি গেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। পাঁচ রান জরিমানা করা হয়েছে প্রোটিয়াদের। জিম্বাবুয়ের স্কোরবোর্ডে যোগ হয়েছে সেই রান।
হোবার্টের বেলিরিভ ওভালে জিম্বাবুয়ের ইনিংসের তখন শেষ ওভার। অ্যানরিখ নরকিয়া করতে এসেছিলেন দলের হয়ে নবম ও শেষ ওভারটি। ওভারের তৃতীয় বলটি থার্ড ম্যান অঞ্চলের উপর দিয়ে রিভার্স সুইপ শট খেলতে গিয়েছিলেন মিল্টন শুম্বা। তবে ব্যাটে-বলের ভালোভাবে সংযোগ না হওয়ায়, ফাইন লেগের দিকে ছুটে যায় বল। এক রান নিতে পারেন শুম্বা।
কিন্তু, পরবর্তীতে অনফিল্ড আম্পায়ার পাঁচ রান জরিমানা করেন দক্ষিণ আফ্রিকা। মূলত বল কুড়িয়ে নেওয়ার পর উইকেটের দিকে ছুঁড়ে মারেন লুঙ্গি এনগিডি। আর সেই বল যখন ধরতে যান উইকেটরক্ষক কুইন্টন ডি কক, তখন হাতের গ্লাভস খুলে ফেলেন। আর সেই গ্লাভসে বল লেগে যায় আইসিসির নিয়ম অনুযায়ী যা কিনা গ্রহণযোগ্য নয়। ইচ্ছাকৃতভাবে গ্লাভস খুলে রাখার পর সেটিতে বল স্পর্শ করায় অনফিল্ড আম্পায়ার পাঁচ রান জরিমানা করে দক্ষিণ আফ্রিকা দলকে।
এই ইনিংস শেষে জিম্বাবুয়ে নির্ধারিত ৯ ওভারে ৫ উইকেট হারিয়ে ৭৯ রান তুলেছে স্কোরবোর্ডে। জিততে হলে প্রোটিয়াদেরকে করতে হবে এখন ৮০ রান। আর সেই লক্ষ্যেই এখন ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। মূলত বৃষ্টির কারণে কার্টেল ওভারে খেলা চলছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা