স্পোর্টস ডেস্কঃ নিউজিল্যান্ডের বিপক্ষে রান পাহাড় গড়ল দক্ষিণ আফ্রিকা। চলতি বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে আজ আগে ব্যাট করে ৩৫৭ রান করেছে প্রোটিয়ারা। কুইন্টন ডি কক ও র্যাসি ভান ডার ডুসেন হাঁকান সেঞ্চুরি। ঝড়ো ফিফটি আসে ডেভিড মিলারের ব্যাট থেকে। তাতে বড় সংগ্রহ পেয়েছে উড়তে থাকা টেম্বা বাভুমার দল।
এই ম্যাচে দারুণ এক রেকর্ড গড়েছে দক্ষিণ আফ্রিকা। এক বিশ্বকাপে সর্বাধিক ছক্কার রেকর্ড গড়েছে তারা। পুনেতে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে গ্লেন ফিলিপসের করা ৪৬তম ওভারে ডেভিড মিলার পরপুর দুই বলে ছক্কা হাকিয়ে নতুন রেকর্ড করেন। টুর্নামেন্টে তাদের ছক্কা দাড়িয়েছে ৭৮-এ। এক বিশ্বকাপে সর্বাধিক ৭৬ ছক্কার আগের রেকর্ডটি ২০১৯ টুর্নামেন্টে ১১ ম্যাচে করেছিল ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকা সপ্তম ম্যাচেই ভেঙে দিল সেটি।
পুনের এমসিএ স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে চলতি বিশ্বকাপে চতুর্থবারের মতো সেঞ্চুরির দেখা পেয়েছেন কুইন্টন ডি কক। সেই সঙ্গে বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো সেঞ্চুরি হাঁকিয়েছেন ফন ডার ডুসেন। এর আগে ধীরেসুস্থেই শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। নবম ওভারে যখন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা আউট হন তখন দক্ষিণ আফ্রিকার রান ৩৮। প্রথম পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে ৪৩ রান সংগ্রহ করে তারা।
তবে সময়ের সঙ্গে হাত খুলতে থাকেন ফর্মে থাকা ডি কক। সঙ্গী ফন ডার ডুসেনও হাত খুলেই খেলতে থাকেন। ১৮৯ বলের জুটিতে ঠিক ২০০ রান যোগ করেন তারা। এরই মাঝে চলতি বিশ্বকাপে নিজের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন ডি কক। ২০১৫ সালে কুমার সাঙ্গাকারা টানা চার ম্যাচে চার সেঞ্চুরি করেছিলেন। উইকেটকিপার হিসেবে সেটিই এক বিশ্বকাপে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড। ডি কক তার পাশে বসলেন। এক বিশ্বকাপে সর্বোচ্চ পাঁচ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা।
১১৬ বলে ১০ চার ও ৩ ছয়ে ১১৪ রান করা ডি কক সাউদির বলে ফিলিপ্সের হাতে ক্যাচ দিলে এই জুটি ভাঙে। সেঞ্চুরি পেয়েছেন ফন ডার ডুসেনও। বোল্টের বলে বোল্ড হওয়ার আগে ১১৮ বলে ৯ চার ও ৫ ছয়ে ১৩৩ রান করেন ডুসেন। এটি বিশ্বকাপে তার দ্বিতীয় সেঞ্চুরি। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষেও সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। সেদিন ডি ককও সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।
ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে অর্ধশতক হাঁকিয়েছেন ডেভিড মিলার। ৩০ বলে ২ চার ও ৪ ছয়ে ৫৩ রান করেন তিনি। ৭ বলে ১৫ রানের ইনিংস খেলেন ক্লাসেন। আর শেষ বলে ছয় হাঁকিয়ে অপরাজিত থাকেন মার্করাম।
নিউজিল্যান্ডের পক্ষে ১০ ওভারে ৭৭ রান দিয়ে ২ উইকেট শিকার করেন টিম সাউদি। রান উৎসবের দিনও ১০ ওভারে মাত্র ৪৯ রান দিয়ে ১ উইকেট শিকার করেছেন ট্রেন্ট বোল্ট। ৫.৩ ওভারে ৬৯ রান দিয়ে বাকি উইকেটটি নিশামের ঝুলিতে গেছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post