স্পোর্টস ডেস্কঃ দলীয় ৩৬ রানে ২ উইকেট হারালেও বড় জুটি গড়েন কুইন্টন ডি কক ও এইডেন মার্করাম। তাতে বড় সংগ্রহের পথে দক্ষিণ আফ্রিকা। অবশেষে তাদের জুটি ভেঙেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
মার্করামকে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান ফেরালেও রেকর্ড সেঞ্চুরির হাঁকান ডি কক। প্রথম দক্ষিণ আফ্রিকান হিসেবে এক বিশ্বকাপে ৩ বা এর বেশি সেঞ্চুরি পেলেন তিনি। ২০১১ বিশ্বকাপে দুটি সেঞ্চুরি করেছিলেন এবি ডি ভিলিয়ার্স। এক আসরে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ সেঞ্চুরি ছিল সেটিই।
ডি কক আজ ডি ভিলিয়ার্সকে ছাড়িয়ে গেলেন মাত্র ৫ ম্যাচেই! ১০১ বলে চার ছক্কা ও ছয় চারে তিন অঙ্ক স্পর্শ করেন ডি কক। শ্রীলঙ্কার বিপক্ষে ১০০ রান দিয়ে টুর্নামেন্ট শুরু করেন এই কিপার-ব্যাটার। অস্ট্রেলিয়ার বিপক্ষে পরের ম্যাচে করেন ১০৯। মাঝে অবশ্য নেদারল্যান্ডস ম্যাচে হাসে নি বাঁহাতি এই ব্যাটারের ব্যাট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০