স্পোর্টস ডেস্কঃ চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের সঙ্গে ড্র করেছে ম্যানচেষ্টার সিটি। গতরাতে সান্তিয়াগো বার্নাব্যুতে ভিনিসিয়াস জুনিয়রের গোলে রিয়াল এগিয়ে যাওয়ার পর সিটিকে সমতায় ফেরান কেভিন ডি ব্রুইনে।
সান্তিয়াগো বার্নাব্যুতে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচ শেষে ডি ব্রুইনের বেশ প্রশংসা করে সিটি কোচ পেপ গার্দিওলা। তিনি বলেছেন, ‘ডি ব্রুইনে আমাদের অনেক বড় এক সম্পদ। সে দুর্দান্ত এক খেলোয়াড় এবং সে নিজেকে তখনই উজাড় করে দেয়, যখন তাঁকে সবচেয়ে বেশি প্রয়োজন।’
দলের সবচেয়ে প্রয়োজনের সময়ই গতরাতে গোলটি করেছেন ডি ব্রুইনে। গার্দিওলা বলেন, ‘আমরা ওই সময় বেশ ধুঁকছিলাম। রিয়াল সে সময় বলের দখল ধরে রেখেছিল। গোলটি করে ডি ব্রুইনা আমাদের আত্মবিশ্বাসী করে তুলেছে। আমরা সে সময় রিয়ালকে চোখ রাঙিয়েছি।’
যদিও ডি ব্রুইনের গোল নিয়ে প্রশ্ন তুলেছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। বাইন স্পোর্টসের থ্রি ডি প্রযুক্তিতে দেখা যায়, গোলের বিল্ড-আপের সময় সাইড লাইনের বাইরে থেকে বলটি ভেতরে এনেছিলেন বার্নাডো সিলভা। ওই সময় আপত্তি জানায় রিয়ালের খেলোয়াড়রা।
কিন্তু রেফারি আর্তুর সোয়ারিজ দিয়াজ তাতে কর্ণপাত না করলে খেলা এগিয়ে যায়, ওই আক্রমণ থেকেই বল পেয়ে গোল করেন ডি ব্রুইনে। এই প্রসঙ্গে রেফারির ভূমিকায় অবাক আনচেলত্তি। তিনি বলেন, ‘দেখে মনে হয়েছে, বল বাইরে চলে গিয়েছিল। প্রযুক্তিতে দেখা গেছে যে, বল পরিষ্কার বাইরে ছিল।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০