স্পোর্টস ডেস্কঃ আরবি লাইপজিগের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে খেলছেন না ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনে। অসুস্থতার কারণে প্রথম লেগের লড়াই থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার এমেরিক লাপোর্তও। তাদের অনুপস্থিতিতেও ম্যান সিটি বড় হুমকি লাইপজিগের জন্য, এমনটাই বলছেন জার্মান ক্লাবটির কোচ মার্কো রোজ।
লাইপজিগের মাঠে বুধবার বাংলাদেশ সময় রাত ২টায় মাঠে নামবে সিটি। ডে ব্রুইনের পাশাপাশি অসুস্থতার কারণে এই ম্যাচে খেলতে পারবেন না ডিফেন্ডার লাপোর্তও। সিটি কোচ পেপ গার্দিওলা বলেন, ‘দুর্ভাগ্যবশত, মাঝে মধ্যে এমন হয়। (নটিংহ্যাম) ফরেস্টের সঙ্গে ম্যাচের পর সে (ডে ব্রুইনে) ভালো অনুভব করেনি। গতকাল এমেরিকও (লাপোর্ত) ভালো বোধ করেনি। তাই তাদের জায়গায় অন্য খেলোয়াড়রা খেলবে। মাঝে মধ্যে এমনটা হতে পারে।’
এদিকে লাইপজিগ কোচ স্বীকার করছেন ৩১ বছর বয়সী ডি ব্রুইনের অনুপস্থিতিতি সত্বেও সিটি তাদের জন্য বড় হুমকি। রোজ বলেন, ‘আমি মনে করি এই মুহূর্তে বিশ্বের সেরা খেলোয়াড়দের মধ্যে সে (ডি ব্রুইনে) একজন। সে জানে দলে তার ভূমিকা কি, মাঝে মাঝে সে এতটাই বিপদজনক হয়ে ওঠে যে তাকে আটকানো কঠিন হয়ে পড়ে। এই দলে অনেকেই এসেছেন, কিন্তু তার মত একজন বিশ্বমানের খেলোয়াড়ের তুলনা সে নিজেই।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০