স্পোর্টস ডেস্ক:: বিশ্বকাপের আগ মুহূর্তে ইনজুরিতে পড়েছেন আর্জেন্টাইন তারকা ডি মারিয়া। জুভেন্টাসের হয়ে ম্যাকাবির বিপক্ষে খেলতে নেমে গত রাতে ইনজুরিতে পড়েছেন তিনি।
ইসরায়েলী ক্লাবের বিপক্ষে জুভেন্টাস জিততে পারনি। ম্যাকাবি ২-০ গোলে হারিয়ে দিয়েছে জুভেন্টাসকে। সঙ্গে যোগ হয়েছে ডি মারিয়ার ইনজুরি।
আর্জেন্টাইন টিম ম্যানেজম্যান্ট ডি মারিয়ার চোট নিয়ে বেশ চিন্তিত। বিশ্বকাপের আগ মুহূর্তে দলের তারকার এমন ইনজুরি চিন্তা বাড়িয়েছে। পাওলো দিবালার পর এবার শঙ্কা ডি মারিয়াকে নিয়ে।
মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ম্যাকাবির বিপক্ষে মাঠে নেমে ছিলেন ডি মারিয়া। ম্যাচের ২২ মিনিটে পরেই চোটে পড়ে মাঠ ছাড়েন তিনি। এরপর তার দলও হারে ২-০ গোলের ব্যবধানে।
১৩ বছর পর চ্যাম্পিয়ন্স লিগে ফেরা ম্যাকাবি জুভেন্টাসকে হারিয়ে চমকে দেয়। প্রথমার্ধেই আটজিলির জোড়া গোলে লিড নেয় দলটি। জুভেন্টাস আর ঘুরে দাঁড়াতে পারেনি। ২-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০