স্পোর্টস ডেস্কঃ আর্জেন্টাইন ফরোয়ার্ড আনহেল ডি মারিয়া দীর্ঘ সাত মৌসুম শেষে এবার পিএসজিকে বিদায় বলেছেন। এর আগে ২০১৫ সালে পিএসজিতে যোগ দেন তিনি। গত এক দশকে লিগ ওয়ানে ক্লাবটির একক আধিপত্যের অন্যতম কারিগর এই ফরোয়ার্ড। পার্ক দে প্রিন্সেসের দলটিতে বিদায়ের আগে ২৯৫ ম্যাচ খেলে ৯৩ গোল করেছেন।
ডি মারিয়ার এখন সময় পরবর্তী ক্লাব বেছে নেওয়ার। আর্জেন্টিনার এই তারকাকে দলে ভেড়াতে অনেক আগে থেকেই নিজেদের আগ্রহের কথা জানিয়েছেন ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। তবে মারিয়াকে পাওয়ার দৌড়ে যোগ দিয়েছেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’ জানিয়েছে, সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকাকে দলে টানতে আগ্রহী কাতালান ক্লাবটি। স্পেনের পর এবার ইতালিয়ান সাংবাদিক মাতেও মোরেত্তো জানালেন, ডি মারিয়াও কাতালান ক্লাবটির হয়ে খেলতে চান। এরই মধ্যে দুপক্ষের আলোচনাও শুরু হয়ে গেছে।
‘মার্কা’ জানিয়েছে, ৩৪ বছর বয়সী ডি মারিয়ার চলতি জুন শেষেই যেহেতু ফ্রি এজেন্ট হয়ে যাচ্ছেন, সুযোগটা নিতে চায় বার্সা। ক্লাবটির ক্রীড়া পরিচালক মাতেও আলেমানি এরই মধ্যে দি মারিয়ার সঙ্গে চুক্তির ব্যাপারে কথা বলেছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০