স্পোর্টস ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার টেস্ট দল থেকে দুই বছর আগেই অবসরে গেছেন ফাফ ডু প্লেসি। যদিও ওয়ানডে এবং টি-টোয়েন্টি থেকে এখনও অবসরে যাননি ডানহাতি ব্যাটার। আর সেটিকে কাজে লাগিয়ে তাঁকে প্রোটিয়াদের ওয়ানডে বিশ্বকাপ দলে ফেরানো হোক, এমনটাই চান ভারতীয় ক্রিকেটার দীনেশ কার্তিক।
ডু প্লেসি-কার্তিক আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সতীর্থ। চলতি আসরে দুর্দান্ত ফর্মে আছেন সাবেক এই প্রোটিয়া অধিনায়ক। দলকে দিচ্ছেন সামনে থেকে নেতৃত্ব। আর তাঁর এই ফর্ম ক্রিকেট দক্ষিণ আফ্রিকার কাজে লাগানো উচিৎ বলে মনে করেন ব্যাঙ্গালোরের কার্তিক।
এক সাক্ষাৎকারে কার্তিক বলেন, ‘ডু প্লেসির এমন দুর্দান্ত ফর্ম দেখে আমি মোটেও অবাক না। কেননা সে অসাধারণ ক্রিকেটার। একজন দুর্দান্ত নেতাও। গত চার-পাঁচ বছর ধরে আইপিএলে সে খুব ধারাবাহিক। এটা আইপিএলে তাঁর আরও একটা বছর, যেখানে তাঁকে আরও ধারাবাহিক, আরও কার্যকরী ও আরও শক্তিশালী দেখাচ্ছে।’
‘দক্ষিণ আফ্রিকা যদি তাঁকে বিশ্বকাপের দলে না নেয়, তবে তারা বড় সুযোগ হাতছাড়া করবে। আমি মনে করি যে ডু প্লেসি জাতীয় দলে খেলতে প্রস্তুত। সে এমন একজন ক্রিকেটার, যে নেতা হিসেবে এবং ব্যাটার হিসেবে তফাৎ গড়ে দিতে পারে। আমি আশা করব দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড তাঁকে দলে নিতে চাইলে ডু প্লেসি রাজি হবেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post