ডু প্লেসিসের সেঞ্চুরিতে বড় ব্যবধানে হারলো অস্ট্রেলিয়া

0
29

স্পোর্টস ডেস্ক: হারের বৃত্তেই অস্ট্রেলিয়া। টানা দু’টি ওয়ানডে হেরেছে তারা সাউথ আফ্রিকার কাছে। ফাফ ডু প্লেসিসের দুর্দান্ত সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে ১৪২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।

এই জয়ের  ফলে পাঁচ ম্যাচ ওয়ানডে ২-০তে এগিয়ে গেলো সাউথ আফ্রিকা। প্রোটিয়াদের দেওয়া ৩শ৬২ রানের টার্গেটে ৩৭.৪ ওভারে ২শ১৯ রানে সবকটি উইকেট হারায় স্টিভেন স্মিথের দল।

স্বাগতিক বোলারদের দাপুটে বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় অজিরা। ওপেনার ডেভিড ওয়ার্নার ৫০ রান করে আউট হন। মাঝে টারভিস হেড ৫১ করলেও অন্যকেউ বড় স্কোর না করতে পারায় হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয় দলটিকে।

প্রোটিয়া বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট পান ওয়েন পারনেল। আর দুটি করে উইকেট তুলে নন কেগিয়াসো রাবাদা ও অ্যান্ডিল পেহলুকওয়াও।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে অধিনায়ক ডু প্লেসিসের ষষ্ঠ সেঞ্চুরিতে নির্ধারিত ওভার শেষে ছয় উইকেট হারিয়ে ৩৬১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা। ডানহাতি এ ব্যাটসম্যান ৯৩ বলে ১৩ চারে ১১১ রান করে আউট হন। এছাড়া ৮২ রান করেন জেপি ডুমিনি। ৭৫ রান করেন ওপেনার রিলে রুশো। অজি বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট পান জন হ্যাস্টিং।

৫ অক্টোবর ডারবানে দু’দলের তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here