স্পোর্টস ডেস্ক:: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটে ডেভিড মিলার, শুবমান গিলদের ঝড়ো ব্যাটিংয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ২০৭ রানের বড় পূঁজি গড়েছে গুজরাট টাইটান্স।
আগে ব্যাট করতে নামা গুজরাট তিন ব্যাটারের ঝড়ো ব্যাটিংয়ে ৬ উইকেটে ২০৭ রান তুলেছে। ওপেনার শুবমান গিল হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন। ১৬৪’র বেশি স্ট্রাইক রেটে ৩৪ বলে করেছেন ৫৬ রান। সাত চারের সঙ্গে ছিলো একটি ছক্কার মার। ২০৯’র বেশি স্ট্রাইক রেইটে ৪৬ রান করেছেন ডেভিড মিলার। ২২ বলের ইনিংস সাজিয়েছেন দুই চার ও ছক্কায়।
তিনটি করে চার ও ছক্কায় মাত্র ২১ বলে ৪২ রান করেছেন মানোহর। ৪০০ স্ট্রাইক রেটে মাত্র ৫ বলে ২০ রানের ক্যামিও ইনিংস খেলেছেন রাহুল তেওয়াত্তি। তাতেই গুজরাট লায়ন্স ৬ উইকেটে ২০৭ রান তুলে ফেলে।
মুম্বাইয়ের হয়ে পিযুষ চাওলা ২টি উইকেট লাভ করেছেন।
২০৮ রানের টার্গেটে ব্যাট করবে মুম্বাই ইন্ডিয়ান্স।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০