ডোনাল্ডের সাথে সম্পর্ক ভালো পেস বোলারদের- হাসান

0
96

নিজস্ব প্রতিবেদকঃ আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মাত্র ৩২ রানে ৫ উইকেট নেন হাসান মাহমুদ। এটিই তাঁর ক্যারিয়ার সেরা বোলিং। দলের জয়ে বড় অবদান রাখা এই পেসারের হাতে উঠেছে ম্যাচ সেরার পুরস্কার। ওয়ানডেতে ৫ উইকেট নেওয়া বাংলাদেশের নবম পেসার তিনি।

দারুণ পারফর্ম করা হাসান পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডকে কৃতিত্ব দিয়েছেন। বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শেষে তিনি বলেন, ‘নির্দিষ্ট করে বলতে গেলে তিনি (ডোনাল্ড) তাঁর অভিজ্ঞতা ভাগাভাগি করেন, ধারণা ভাগাভাগি করেন। কীভাবে আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থেকেছেন তিনি। কোন পরিস্থিতিতে কী করতে হবে। আর স্কিলের ব্যাপারে তো অসাধারণ। ভালো কাজ করেন আমাদের নিয়ে, কঠোর পরিশ্রম করেন।’

হাসান তাঁর এমন বোলিং পারফরম্যান্সের পেছনে কৃতিত্ব দিচ্ছেন সতীর্থ পেসারদেরও। তিনি বলেন, ‘আমাদের যে পেস বোলাররা আছে, তারাগত কয়েক বছর ধরে কঠোর পরিশ্রম করছি। আমাদের অ্যালান ডোনাল্ড আছেন, তার সঙ্গে ভালো একটা সম্পর্ক আছে সবার। চেষ্টা করছি নিজেদের উন্নতি করার।’

এদিকে কেন উইকেট পেয়েও উদযাপন করেন না হাসান? সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন করা হয়েছিল তাঁকে। তরুণ এ পেসার শুরুতে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে বললেন, ‘করি না, এটাই আরকি।’ এরপর একটু জোরাজুরির পর যে ব্যাখ্যা দিলেন, সেটি একটু অদ্ভুতই, ‘ব্যাটসম্যানকে আউট করার পর উদযাপন করলে ওর মন খারাপ হবে আরও, এই ভেবেই করি না!’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here