স্পোর্টস ডেস্কঃ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কর্তৃক দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান জুবায়ের হামজা নিষিদ্ধ ছিলেন দীর্ঘ ৯ মাস। মূলত অ্যান্টি-ডোপিং কোডের নিয়ম লঙ্ঘন স্বীকার করায় তাঁকে ক্রিকেট সম্পর্কিত সমস্ত কার্যকলাপ থেকে নিষিদ্ধ করা হয়।
গত বছরের ১৭ জানুয়ারি জুবায়ের ডোপ পরীক্ষার নমুনা দিলে সেখানে নিষিদ্ধ পদার্থ ফুরোসেমাইড-যা ২০২২ ডব্লিউএডিএ নিষিদ্ধ তালিকার এস-৫ সেকশনের একটি নির্দিষ্ট পদার্থ পাওয়া যায়। এরপর তাঁকে নিষিদ্ধ ঘোষণা করা হয় আইসিসির পক্ষ থেকে।
৯ মাসের সেই নিষেধাজ্ঞা কাটিয়ে অবশেষে ক্রিকেটে ফিরতে চলেছেন জুবায়ের। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা সফরে আসছেন তিনি। ইতোমধ্যে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা লঙ্কানদের বিপক্ষে ৩টি ওয়ানডে ও ২টি চারদিনের ম্যাচের সূচি ঘোষণা করেছে।
হামজা তার ক্যারিয়ারে এখন পর্যন্ত ছয়টি টেস্ট ও একটি ওয়ানডে খেলেছেন। গত বছর ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট দলে থাকলেও ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়ান। পরে সিরিজ চলাকালীন ডোপ কেলেঙ্কারির খবর আসে। এরপর নিষেধাজ্ঞার কবলে পড়েছিলেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post