স্পোর্টস ডেস্কঃ দেশের ক্রিকেটে হুট করে বড় দুঃসংবাদ। জাতীয় দলের পেসার শহিদুল ইসলাম নিষিদ্ধ করেছে ইন্ট্যারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ডোপ টেস্টে পজেটিভ আসায় শহিদুলকে ১০ মাসের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেট বিশ্বের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
আনুষ্ঠানিকভাবে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। নিষেধাজ্ঞার এই সময়ে সব ধরনের ক্রিকেট থেকে বিরত থাকতে হবে এই পেসারকে। বিবৃতিতে জানানো হয়, আইসিসির অ্যান্টি-ডোপিং কোডের ২.১ ধারা লঙ্ঘন করেছেন। ধারা ভাঙায় শহিদুলকে শাস্তি প্রদান করা হয়েছে। আর সেই শাস্তি ১০ মাসের জন্য নিষেধাজ্ঞা।
চলতি বছরে গেল মার্চ মাসের ৪ তারিখে ঢাকায় আইসিসির আউট অব কম্পিটিশন টেস্টিং প্রোগ্রামে শহিদুলের ডোপ টেস্ট করা হয়। যেখানে মূত্রের নমুনা নেওয়া হয়। আর ইউরিনের সেই পরীক্ষাতেই ডোপ টেস্টে পজেটিভ ধরা পড়েন তিনি।
পরীক্ষার রিপোর্টে ক্লোমিফিন পাওয়া যায়। যেটি কিনা ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিংয়ের নিষিদ্ধ বস্তুর তালিকায়। আর সেই নিষিদ্ধ বস্তুর তালিকায় থাকায় শহিদুলের ডোপ টেস্টের ফলাফলও পজেটিভ আসে।
শহিদুল নিজের নিয়ম ভঙ্গের কথা স্বীকার করে নিয়েছেন। একইসাথে মেনে নিয়েছেন নিজের শাস্তিও। এদিকে আইসিসির অ্যান্টি-ডোপিং জানিয়েছে পরীক্ষার জন্য কোনো প্রকার অবহেলা করেননি শহিদুল। এছাড়া ইচ্ছাকৃতভাবেও গ্রহণ করেননি নিষিদ্ধ বস্তুটি। অনৈতিক উপায়ে পারফর্মেন্স করার জন্য এই ঔষধ তিনি ব্যবহার করেননি।
তবে যেহেতু নিষিদ্ধ বস্তু এটি গ্রহণ করেছেন, তাই শাস্তি মাথায় পেতে নিতে হচ্ছে আপাতত। এই ১০ মাসের নিষেধাজ্ঞা কার্যকর হবে অবশ্য গেল ২৮ মে ২০২২ থেকে। যা কিনা শেষ হবে আগামী ২৮ মার্চ ২০২৩ সালে। এই সময়ে ঘরোয়া এবং আন্তর্জাতিক কোনো ক্রিকেটে অংশ নিতে পারবেন না।
জাতীয় দলের হয়ে ১টি মাত্র আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন শহিদুল। তবে নিয়মিতই দলে থাকেন। এর বাইরে ঘরোয়া ক্রিকেটের অন্যতম পরিচিত মুখও ২৭ বছরের ডানহাতি এই ক্রিকেটার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা