ড্রেসিংরুমে ‘সবাই মজায় আছে’- লিটন

0
57

নিজস্ব প্রতিবেদকঃ আয়ারল্যান্ড সিরিজেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখল বাংলাদেশ। সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছিল তামিম ইকবালের দল। ইংলিশদের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে হেরে সিরিজ হাতছাড়া করা টাইগাররা শেষ ম্যাচে জয় পায় সাকিব আল হাসান নৈপুণ্যে। এরপর টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন জস বাটলারদের ছোটো ফরম্যাটের ক্রিকেটে করে হোয়াইটওয়াশ। সেই ধারাবাহিকতা এখনো আছে টাইগারদের।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে রেকর্ড গড়া জয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ। সোমবার দ্বিতীয় ওয়ানডেতেও একাধিক রেকর্ড গড়েছে স্বাগতিকরা। ব্যক্তিগত রেকর্ডের পাল্লাও হয়েছে ভারী। অভিজ্ঞ মুশফিকুর রহিম একাধিক রেকর্ডে নাম লিখিয়েছেন। যদিও ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। তবে দলের সাম্প্রতিক খেলায় ড্রেসিংরুমের পরিবেশ আছে বেশ স্বস্তিতে।

আইরিশদের বিপক্ষে পরিত্যক্ত হওয়া ম্যাচে ৫৩ বলে ফিফটি করেন লিটন। ডানহাতি এই ক্রিকেটার শেষ পর্যন্ত ৭০ রানে বিদায় নেন। ৭১ বল খেলে ৩টি করে চার-ছয় মারেন তিনি। এই ইনিংসেই ওয়ানডেতে ২ হাজার রান পূর্ণ করেন তিনি। দ্বিতীয় উইকেটে শান্তর সাথে ৯৬ বলে ১০১ রান যোগ করেন। ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন লিটন।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন, টানা জয়ের মধ্যে থাকা বাংলাদেশ দলের ড্রেসিংরুমের আবহে এখন কোনো পরিবর্তন এসেছে কিনা? ড্রেসিং রুমের পরিবর্তনেই কি বাংলাদেশের টানা সাফল্য? উত্তরে লিটন বলেন, ‘নাহ, সবাই উপভোগ করছে, সবাই মজায় আছে।’ পরে হেসে যোগ করেন, ‘আগেও মজায় ছিল।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here