স্পোর্টস ডেস্কঃ প্রিমিয়ার লিগে আবারো পয়েন্ট হারাল লিভারপুল। শনিবার চেলসির বিপক্ষে গোলশূন্য ড্র করেছে অলরেডরা। লিগে এ নিয়ে টানা তিন ম্যাচে জয়শূন্য রইলো ইয়ের্গুন ক্লপের দল। অন্যদিকে চেলসি একটি ড্র ও দুটি হারের পর গত ম্যাচে জয়ের দেখা পেয়েছিল। এবার আবারও হারাল পয়েন্ট।
এ ড্র’য়ে ১৯ ম্যাচে সমান ৮টি করে জয় ও ৫টি করে ড্র নিয়ে লিভারপুল-চেলসির পয়েন্ট সমান ২৯। গোল ব্যবধানে এগিয়ে আট নম্বরে লিভারপুল ও ১০ নম্বরে চেলসি। তাদের মাঝে আছে ব্রেন্টফোর্ড। ১৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। এক ম্যাচ বেশি খেলে ৪২ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি।
‘দ্বিতীয়ার্ধে দারুণভাবে রক্ষণ সামলাতে পেরেছি আমরা এবং অনেক গোছানো ছিলাম। যদিও কিছু কিছু সময় একটু বেশিই নিচে নেমে গিয়েছিলাম। তবে দিনশেষে ০-০ ফলাফল মেনে নিতে আমার কোনো আপত্তি নেই। কারণ ছোট পদক্ষেপেই এগিয়ে যেতে হবে। এখান থেকেই আমরা এগিয়ে যেতে পারি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post