নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের দ্বিতীয় ম্যাচে ঢাকাকে হারিয়ে দুর্দান্ত এক জয় তুল নিয়েছে রংপুর। দেশী সাইফ হাসানের সঙ্গে দুই পাকিস্তানী ইফতেখার আহমদ ও খুশদীল শাহর ব্যাটে চড়ে রংপুর করেছিলো ১৯১ রান। জবাবে খেলতে নামা ঢাকা ক্যাপিটালন তানজীদ তামিম ও লিটন দাসের দারুণ শুরুর পরও থেমে গেছে ১৫১ রানে। ৪০ রানের জয়ে বিপিএল যাত্রা শুরু করলো রংপুর।
মিরপুরের হোম অব ক্রিকেটে দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে রংপুর রাইডার্স। দুই বিদেশী ওপেনার স্টেভন টেইলর ও অ্যালেক্স হেলস প্রত্যাশা মতো শুরু করতে পারেননি। তাদের উদ্বোধী জুটি থেকে আসে মাত্র ২০ রান। ইনিংসের দ্বিতীয় ওভারের পঞ্চম বলে ব্যক্তিগত ১৪ রানে বিদায় নেন ওপেনার টেইলর। কােনো রান তোলার আগেই এবার বিদায় হন আরেক ওপেনার হেলস। ৬ বলে ৫ রান করেন তিনি।
২০ রানের মাথায় দুই উইকেট হারানো রংপুরের হয়ে এবার হাল ধরেন সাইফ হাসান ও ইফতেখার আহমদ। দলীয় ১০৯ রানে সাইফের বিদায়ে ভাঙে তাদের দায়িত্বশীল জুটি। দুটি করে চার ও ছক্কায় ৩৩ বলে ৪০ রান করেন বাংলাদেশের ক্রিকেটার। তার বিদায়ের পর ইফতেখারও ফিরে যান দ্রুত। দলীয় ১৩২ রানের মাথায় ইনিংসের ১৬তম ওভারের তৃতীয় বলে সাজঘরে ফেরেন তিনি। তার আগে ৩৮ বলে আট চারে ৪৯ রানের এক ইনিংস খেলেন। সর্বোচ্চ রানের ইনিংস খেলা এই তারকা এক রানের জন্য হাফ সেঞ্চুরি করতে পারেননি।
খুশদিল শাহ শেষ পর্যন্ত ৪৬ রান করে অপরাজিত থাকেন। ২৩ বলের ইনিংসটি তিনি সাজিয়েছেন তিনটি করে চার ও ছক্কার মারে। ছয় চারে মাত্র ১১ বল ২৫ রান করেন দলকে ছয় উইকেটে ১৯১ রানের পূঁজি এনে দেন অধিনায়ক সোহান।
ঢাকার হয়ে আলাউদ্দিন বাবু তিনটি ও মুকিদুল ইসলাম দু’টি করে উইকেট লাভ করেন।
১৯২ রানের টার্গেটে খেলতে নামা ঢাকা ক্যাপিটালস দুর্দান্ত শুরু করে্। দুই ওপেনার তানজীদ তামিম ও লিটন দাস উদ্বোধনী জুটিতেই তুলে নেন ৬৫ রান। ইনিংসের অষ্টম ওভারের তৃতীয় বলে তামিমের বিদায়ে ভাঙে তাদের জুটি। দু’টি করে চার ও ছক্কায় ২১ বলে ৩০ রান করেন তিনি। তার বিদায়ের পর তিনে নামা হাবিবুর রহমান সোহান নিজের ইনিংস বড় করতে পারেননি। দলীয় ৭১ রানে একই ওভারের পঞ্চম বলে সাজঘরে ফেরেন তিনি। দুই বলের ইনিংসে একটি ছক্কায় ৬ রানই করেন।
এরপরই বড় ধাক্কা খায় ঢাকা। মাত্র দুই রান তুলতেই ফিরেন অন্য ওপেনার লিটন দাস। দশম ওভারের প্রথম বলে দলীয় ৭৩ রানেই তৃতীয় উইকেট হারায় দলটি। টাইগার ওপেনার তিনটি চার ও এক ছক্কায় ২৭ বলে ৩১ রান করেন। যা ইনিংস সর্বোচ্চ সংগ্রহ। এরপরই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ঢাকা। শেষ দিকে মুকিদুল ইসলামের ১৮ ও অধিনায়ক থিসারা পেরেরার ১৭ রান কেবল ব্যবধান কমায়। ৯ উইকেটে ১৫১ রানে থামে ঢাকার ইনিংস।
রংপুরের হয়ে মেহদী হাসান চারটি ও খুশদিল শাহ দু’টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০