নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে ১০ জুন ঢাকায় পৌঁছানোর কথা ছিল আফগানিস্তান দলের। আর সেই নির্ধারিত দিন অনুযায়ীই বাংলাদেশে এসেছে আফগানরা। তবে পুরো দল আসেনি এখনও। আফগানিস্তান দলের একাংশ এসে পৌঁছেছে ঢাকায়।
শনিবার সকাল ১১টার দিকে আফগানিস্তান টেস্ট দলের একটি অংশ ঢাকায় পা রাখে। যারা কিনা মূলত ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলঙ্কায় অবস্থান করছিল। লঙ্কা দ্বীপ থেকে সরাসরি বাংলাদেশে এসে পৌঁছেছে তারা। দলের বাকি সদস্যদের পৌঁছার কথা রয়েছে শনিবারই। বিকাল ৫টার দিকে ঢাকায় পা রাখার কথা সেই অংশের।
আফগানিস্তানের হয়ে একমাত্র টেস্ট ম্যাচটি খেলতে আসছেন না দলের সবচেয়ে বড় তারকা রশিদ খান। তিনি ইনজুরির কারণে খেলতে পারছেন না। আফগানদের লেগ স্পিন এই অলরাউন্ডার সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজও মিস করেছেন।
আগামী ১৪ জুন থেকে শুরু হবে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট। লাল বলের ম্যাচটি হবে মিরপুরের শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে। এই ম্যাচ খেলেই বাংলাদেশ ছেড়ে যাবে রশিদ খানরা।
এরপর ভারতের বিপক্ষে তিন ওয়ানডে ম্যাচের সিরিজ খেলে ঈদের পর তারা আবার আসবে ঢাকায়। সেসময় বাংলাদেশের সাথে খেলবে তিন ওয়ানডে ও দুই টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ।
বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তান টেস্ট দল
হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), আফসর জাজাই (উইকেটরক্ষক), ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, বাহির শাহ, নাসির জামাল, করিম জানাত, জহির খান, ইজহারুলহক নাভিদ, হামজা হোতাক, ইব্রাহিম আব্দুলরাহিমজাই, ইয়ামিন আহমাদজাই, নিজাত মাসৌদ।
রিজার্ভ ক্রিকেটারঃ জিয়া উর রহমান আকবর, নুর আলি জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, সায়েদ আহমেদ শিরজাদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post