নিজস্ব প্রতিবেদকঃ ১১ ঘন্টার সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসে পৌঁছেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। সূচি অনুযায়ী সোমবার ভোরে ঢাকায় পা রাখেন এই তারকা। ঢাকায় পা রাখার সাথে সাথেই ইনস্টাগ্রামে দুটি স্টোরি দিয়েছেন মার্টিনেজ।
ঢাকার রাস্তার ছবি দিয়ে ‘বাংলাদেশ’ লেখেছেন। সঙ্গে বাংলাদেশের পতাকা ও ভালোবাসার ইমোজি দিয়েছেন। এছাড়া ঢাকার যে হোটেলে তিনি বিশ্রাম নিতে ওঠেছেন, সেখানে তার ছবি দিয়ে কেক নিয়ে স্বাগত জানানো হয়েছে। সেটিও তিনি শেয়ার করেছেন আরেকটি স্টোরিতে।
এছাড়া ঢাকায় এসে ‘বাজ পাখি’ নাম শুনে, সেটি মুখস্ত করতে লেগে গেছেন তিনি। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই নামেই বাংলাদেশের মানুষ তাকে ডাকে। গোলবারের অতন্দ্র প্রহরি হওয়ায় তার এই নাম দেওয়া হয়েছে। সেটি শোনার পর থেকেই ‘বাজ পাখি’ নাম মুখস্ত করছেন মার্টিনেজ।
এদিকে ইতিমধ্যেই বিশ্রাম শেষে রাজধানী ঢাকার বাড্ডায় অবস্থিত স্পন্সর প্রতিষ্ঠান নেক্সট ভেঞ্চার অফিস পরিদর্শনে গেছেন মার্টিনেজ। সেখানে ব্রান্ডিং প্রমোশনের জন্য ইন্টারভিউ সেশন, ফটোসেশনে অংশ নিবেন। আর সেই অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক ও নড়াইল-২ আসনের এমপি মাশরাফী বিন মোর্ত্তাজা। এছাড়াও উপস্থিত আছেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।
অনুষ্ঠান শেষে মধ্যাহ্ন ভোজে অংশ নেবেন মার্টিনেজ। এরপর দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করার কথা রয়েছে মার্টিনেজের। বাংলাদেশে নিজের কার্যক্রম শেষে বিকাল পৌনে পাঁচটার এক ফ্লাইটে ঢাকা ত্যাগ করে ভারতের কলকাতার উদ্দেশ্যে রওনা দিবেন মার্টিনেজ।
বাংলাদেশের সমর্থকদের বিশ্বকাপে নিজ দেশ আর্জেন্টিনায় সমর্থন দেওয়ায় মুগ্ধ হয়ে নিজেই বাংলাদেশে আসার কথা জানিয়েছিলেন মার্টিনেজ। মূলত মার্টিনেজকে কলকাতা ও ঢাকা এনেছেন কলকাতার স্পোর্টস প্রমোটার শতদ্রু দত্ত। তিনি প্রথম কলকাতার বললেও, মার্টিনেজ নিজে থেকেই বাংলাদেশ নিয়ে আগ্রহ দেখায়। যার জন্যই এই সফর। তবে সমর্থকদের জন্য কোনো অনুষ্ঠান থাকছে না বাংলাদেশে। আগামী ৪ ও ৫ জুলাই কলকাতায় একাধিক অনুষ্ঠানে অংশ নেবেন মার্টিনেজ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post