স্পোর্টস ডেস্ক:: অনভিজ্ঞ, আনকোরা দক্ষিণ আফ্রিকা দল। অতিথি দলে অভিজ্ঞ বলতে টেম্বা বাভুমা ও এইডেন মার্করাম, কাগিসো রাবাদা ও কেশাভ মহারাজরা। টেম্বা বাভুমা প্রথম টেস্টে নেই। প্রোটিয়াদের একাদশে থাকা কারোরই বাংলাদেশে টেস্ট খেলার অভিজ্ঞতা নেই। এমন দলের বিপক্ষে ঢাকা টেস্টে টস জিতেও দুঃস্বপ্নের সকাল বাংলাদেশের।
টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ছিলেন। সুন্দর একটা সকাল চেয়ে ছিলেন সমর্থকেরা। তবে বাংলাদেশের সেই পুরনো শুরু। বিধ্বস্ত হয়ে, উইকেট হারিয়ে। ঘরের মাঠে অনভিজ্ঞ প্রোটিয়াদের বিপক্ষে দাপট দেখিয়ে ব্যাট চালানোর কথা, সেখানেই কিনা ৪০ রানে নেই টাইগারদের চার উইকেট।
ঘরের মাঠ, চেনা উইকেট, সহজ প্রতিপক্ষ। বাংলাদেশ দল দাপটের সাথে রাজত্ব করার কথা, সেখানে কিনা ব্যাট হাতে অসহায় টাইগাররা। ঢাকা টেস্টের প্রথম সকালে একে একে ফিরে গেছেন সাদমান, মুমিনুল, নাজমুল, মুশফিকুর রহিমরা। এই ম্যাচেও বাংলাদেশ পাঁচ বোলার নিয়ে খেলার সাহস দেখাতে পারেনি। দিন দিন এগিয়ে যাওয়ার বদলে চেনো পিছিয়ে যাওয়ার মিছিলে বাংলাদেশ। অভিষিক্ত জাকেরকে নিয়ে নামা টাইগার একাদশে একমাত্র পেসার হাসান মাহমুদ।
মিরপুরের হোম অব ক্রিকেটে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারের চতুর্থ বলেই বিদায় ওপেনার সাদমানের। দলীয় ৬ রানে চার বল খেলা এই ওপেনার ব্যক্তিগত রানের খাতা খুলার আগেই ফিরেন প্যাভেলিয়নে। তার বিদায়ের পর উইকেটে নামা অভিজ্ঞ মুমিনুল হকও টিকতে পারেননি বেশিক্ষন। ইনিংসের তৃতীয় ওভারের তৃতীয় বলে দলীয় ১৩ রানের মাথায় প্যাভেলিয়নে ফেরত আসেন তিনি। ৬ বলে করেন মাত্র ৪ রান।
পরপর দু্ই উইকেট হারিয়ে দল যখন চাপে, অধিনায়ক তখন উইকেটে। ব্যাট হাতে নেতৃত্ব দিয়ে দলকে টেনে তুলবেন তিনি, সেই তিনিই ফিরলেন এবার। ইনিংসের পঞ্চম ওভারের পঞ্চম বলেই বাংলাদেশের তৃতীয় উইকেট নেই। দলের ২১ রানে, ব্যক্তিগ ৭ রানে অধিনায়কব ড্রেসিংরুমে ফেরত আসেন।
চতুর্থ উইকেটে অভিজ্ঞ মুশফিকুর রহিম যোগ দেন। ওপেনার জয়কে নিয়ে জুটি গড়ার চেষ্টা তিনি। তবে তিনিও ব্যর্থ। ইনিংসের ১৪তম ওভারের পঞ্চম বলে দলের রান যখন ৪০ স্পর্শ করে, মুশফিক তখন ফিরে আসেন সাজঘরে। দুই বাউন্ডারিতে ২০ বলে করেন ১১ রান।
পঞ্চম উইকেটে লিটন দাসকে নিয়ে জুটি গড়ার চেষ্টায় ছিলেন জয়। এই ওপেনার টিকে থাকলেও লিটন পারেননি। ইনিংসের ২০তম ওভারের প্রথম বলেই লিটনের বিদায়। ১৩ বলে ১ রান করেছেন তিনি। সকালের প্রথম সেশন শেষ হওয়ার আগেই বাংলাদেশের নেই পাঁচ উইকেট। প্রোটিয়া দুই পেসার মুল্ডার ও রাবাদার তোপে বাংলাদেশ।
এপ্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ১৯.১ ওভারে ৫ উইকেটে ৪৫ রান। ১৫ রানে অপরাজিত থাকা মাহমুদুল হাসান জয়কে সঙ্গ দিতে মাঠে নেমেছেন মেহেদী হাসান মিরাজ।
সাউথ আফ্রিকার হয়ে মুল্ডার ৩টি ও রাবাদা ২টি করে উইকেট শিকার করেছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০