ঢাকায় ভারতীয় দল

0
141

নিজস্ব প্রতিবেদক:: ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলতে বিরাট কোহলি-রোহিত শর্মারা ঢাকায় পৌঁছেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতীয় দলকে বহনকরা বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দর থেকে কড়া পুলিশি নিরাপত্তায় ভারতীয় দলকে টিম হোটেলে নিয়ে যাওয়া হয়েছে। মিরপুরের হোম অব ক্রিকেটে শুক্রবার থেকেই অনুশীলনে নামবে রোহিত শর্মার দল। বাংলাদেশে এবারের সফরে ভারতীয় বোর্ড বিসিসিআই পূর্ণ শক্তির দলই পাঠিয়েছে।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ৪ ডিসেম্বর। মিরপুরের হোম অব ক্রিকেটে ম্যাচটি অনুষ্টিত হবে। দ্বিতীয় ম্যাচটি ৭ ডিসেম্বর হবে একই ভেন্যুতে। সিরিজের শেষ ম্যাচটি ১০ ডিসেম্বর হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

তিন ‌ম্যাচের ওয়ানডে সিরিজ শেষেই শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। সাগরিকায় প্রথম টেস্টের পর ঢাকায় হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। এরপরই সফরকারী ভারতীয় দল ঢাকা ত্যাগ করবে।

দীর্ঘ দিন পর বাংলাদেশ সফরে এসেছে ভারতীয় দল। এর আগে বাংলাদেশ সফরে ভারত দ্বিতীয় সারির দল পাঠিয়ে ছিলো। এবার বিসিসিআই সব তারকা ক্রিকেটারদেরই পাঠিয়েছে ঢাকায়। স্বাগতিক টাইগারদের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়েই ভারত আগামি ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুুতি শুরু করবে। বাংলাদেশেরও বিশ্বকাপ প্রস্তুুতি শুরু হবে এই সিরিজ দিয়েই।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here