স্পোর্টস ডেস্ক:: জাতীয় দলের অনুশীলনে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন দেওয়ান হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগের এই তারকা ফুটবলার এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের দুই ম্যাচ খেলতে ঢাকায় এসেছেন।
চায়না ও হংকংয়ের বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুুতি শুরু করেছে বাংলাদেশ দল। জাতীয় স্টেডিয়ামে চলছে ফুটবলারদের অনুশীলন ক্যাম্প। ইতিমধ্যে দেশে থাকা ফুটবলাররা যোগ দিয়েছেন ক্যাম্পে, বিদেশীরা অন্যরাও এসেছেন। এবার এলেন হামজা চৌধুরী।
সকাল ১১টার দিকে হামজা চৌধুরী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সকাল সাড়ে ১১টায় ভিআইপি গেট দিয়ে বের হন হামজা। বাদিকদের উদ্দেশ্যে দূর থেকেই হাত নেড়ে অভিবাদন জানান এই তারকা ফুটবলার। কড়া পুলিশ পাহারায় বাফুফের নির্ধারিত গাড়ীতে উঠে হোটেলের পথে রওয়ানা হন তিনি। বিকেলে জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করার কথা রয়েছে হামজার।
জাতীয় দলের এই ফুটবলারকে স্বাগত জানাতে বিমানবন্দরে উসস্থিত ছিলেন নির্বাহী সদস্য ইকবাল হোসেন এবং কামরুল হাসান হিল্টন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০