ঢাকার একাদশে তিন পরিবর্তন

0
45

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মুখোমুখি হচ্ছে ঢাকা ডমিনেটর্স ও রংপুর রাইডার্স। দুই দলের লড়াই শুরু হবে সন্ধ্যা ৭টায়। মিরপুরের হোম অব ক্রিকেটে অনুষ্ঠিত হবে ম্যাচ। এর আগে ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে টস।

যেখানে জিতেছেন রংপুর রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহান। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ব্যাট করতে নামছে নাসির হোসেনের নেতৃত্বাধীন ঢাকা ডমিনেটর্স।

এই ম্যাচে একাদশে কোনো পরিবর্তন আনেনি রংপুর। দলটি উইনিং কম্বিনেশন ধরে রেখেই মাঠে নামতে যাচ্ছে। তবে উইনিং কম্বিনেশন ভেঙেছে ঢাকা। তিন পরিবর্তন এসেছে। একাদশ থেকে বাদ পড়েছেন সালমান ইরশাদ, মুক্তার আলী, উসমান গনি। তাদের পরিবর্তে সুযোগ পেয়েছেন আহমেদ শেহজাদ, মোহর শেখ ও আরাফাত সানী।

রংপুর রাইডার্স একাদশ
নুরুল হাসান সোহান (অধিনায়ক), মোহাম্মদ নাইম শেখ, রনি তালুকদার, শেখ মেহেদী হাসান, শোয়েব মালিক, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নওয়াজ, শামীম হোসেন পাটোয়ারি, রকিবুল হাসান, হারিস রউফ ও হাসান মাহমুদ।

ঢাকা ডমিনেটর্স একাদশ
নাসির হোসেন (অধিনায়ক), সৌম্য সরকার, আহমেদ শেহজাদ, অ্যালেক্স ব্লেক, মোহাম্মদ মিঠুন, আরিফুল হক, আবদুল্লাহ আল মামুন, আরাফাত সানী, মোহর শেখ, শরিফুল ইসলাম ও আমির হামজা।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here