স্পোর্টস ডেস্ক:: ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের উন্নয়ন কাজ চলায় এবার ঢাকার বাইরে যেতে হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাফুফে ফেডারেশন কাপের সেমিফাইনাল এবং ফাইনাল ঢাকার বাইরে আয়োজন করছে। প্রফেশনাল লিগ কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফেডারেশন কাপের গ্রুপ পর্ব ইতিমধ্যে শেষ হয়েছে। নকআউট পর্বের ম্যাচগুলো দেশের দুই ভেন্যুতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ও গোপালগঞ্জের শেখ ফজলূর হক মনি স্টেডিয়ামে হবে নকআউটের ম্যাচ।
সেমিফাইনালের ভেন্যু লটারির মাধ্যমে নির্বাচন করলেও বাফুফে ফাইনালের ভেন্যু নির্ধারণ করেছে কুমিল্লাকে। লটারিতে প্রথম সেমিফাইনাল পড়েছে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে। দ্বিতীয় সেমিফাইনাল কুমিল্লার শহীদ ধীলেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে।
প্রফেশনাল লিগ কমিটির সহ-সভাপতি কাজী নাবিল জানিয়েছেন, পবিত্র শবে-ই-কদর এবং পহেলা বৈশাখের জন্য লিগের ম্যাচ পেছানো হতে পারে। তাছাড় রয়েছে ফিফা উইন্ডো। সব কিছু বিবেচনায় নিয়ে পরিবর্তন হতে পারে সূচিতে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post