নিজস্ব প্রতিবেদকঃ এনসিএল টি-টোয়েন্টিতে আজ বড় ব্যবধানে হারল সিলেট। রোববার দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা বিভাগের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ১৩৪ রানের বেশি করতে পারে নি স্বাগতিকরা। জবাবে ৯ উইকেটের বড় জয় পায় ঢাকা। দলটির জয়ের নায়ক আশিকুর রহমান শিবলি। ফিফটি হাঁকান তিনি।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নামা সিলেট পাওয়ার প্লে-তেই হারায় ৩ উইকেট। ওপেনার মিজানুর রহমান সায়েম ও মুবিন আহমেদ ভালো শুরু এনে দিতে পারেন নি দলকে। ব্যর্থ হয়েছেন অধিনায়ক জাকির হাসানও। তবে মিডল অর্ডারে অমিত হাসান ও আসাদউল্লাহ আল গালিবের জোড়া ফিফটিতে ১৩৪ রানের পুঁজি পায় সিলেট। গালিব ৪৪ বলে করেন ৫২ রান। অমিতও করেন ৫২ রান, বল খেলেন ৪৬।
গালিব-অমিতের ফিফটির সাথে রেজাউর রহমান রাজা করেন ১৫ রান। ঢাকার হয়ে ৩ উইকেট নেন মোসাদ্দেক হোসেন। ২ উইকেট নেন মাহফুজুর রাব্বি। রান তাড়ায় উড়ন্ত সূচনা পায় ঢাকা। শিবলির ৩৯ বলে ৬০ রান ও রাফসান আল মাহমুদ-আরিফুল ইসলামের ব্যাটে ১৮ বল হাতে রেখে জয় পায় দলটি। রাফসান করেন ৪৫ বলে ৪৬ রান। আরিফুল করেন ১৮ বলে ২৬ রান।
এদিকে দিনের প্রথম ম্যাচে ঢাকা মেট্রোর বিপক্ষে এনামুল হকের ব্যাটিং ও মৃত্যুঞ্জয় চৌধুরীর বোলিং পারফরম্যান্সে প্রথম জয় পেয়েছে খুলনা বিভাগ। খুলনার জয় ২২ রানে। তাদের দেওয়া ১৭২ রানের লক্ষ্য খেলতে নামা মেট্রোর ইনিংস মৃত্যুঞ্জয়ের তোপে ৫ বল বাকি থাকতেই গুটিয়ে যায় ১৪৯ রানে। মৃত্যুঞ্জয় ৩.১ ওভারে ২২ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। এনামুল ব্যাট হাতে ২৬ বলে করেন ৪৯ রান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/000