স্পোর্টস ডেস্ক: টেস্ট ক্রিকেটে জয়-পরাজয়ে গুরুত্বপূর্ণ অবদানই রাখে টস। চট্টগ্রামে শুরুতে টস ভাগ্যে হেরে ২২ রানে প্রথম টেস্ট হেরেছে টাইগাররা। এবার শুরুতেই টস ভাগ্যকে পেশে পেলো টাইগাররা। ঢাকা টেস্টে আজ সকালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার দলপতি মুশফিকুর রহিম।
প্রথম টেস্ট চট্টগ্রামে যেখানে শেষ হয়েছে, ঢাকায় সেখান থেকেই শুরু করতে মাঠে নামবে বাংলাদেশ। ঢাকা টেস্টের শুরুতেই ব্যাট হাতে মাঠে নামতে হবে বাংলাদেশের ব্যাটসম্যানদেরকে।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে সকাল ১০টায় দ্বিতীয় টেস্টে মুখোমুখি হচ্ছে সফরকারী ইংল্যান্ড আর স্বাগতিক বাংলাদেশ। ইংলিশদের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে জিততে জিততেও হেরেছে টাইগাররা। লড়াই করে অভিজ্ঞ ইংলিশদের বিপক্ষে বাংলাদেশের হারটি ছিল রানের দিক দিয়ে ২২ রানের। যা বাংলাদেশের টেস্ট ক্রিকেটে সর্বনিম্ন রানের হার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০