স্পোর্টস ডেস্ক: সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে ঢাকায় ফিরেছে ইংল্যান্ড-বাংলাদেশ ক্রিকেট দল।
মঙ্গলবার দুপুর ১২টা ০৫ মিনিটে ইউএস বাংলা এয়ারলাইনস যোগে চট্টগ্রাম থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন মুশফিকুর রহিম ও অ্যালিস্টার কুক বাহিনী।
বিমানবন্দরে নামার পর কঠোর নিরাপত্তার বেষ্টনীর মধ্যে দিয়ে টিম হোটেলে ফিরে যায় দুই দল।
২৮ অক্টোবর-১ নভেম্বর মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও ইংল্যান্ড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০