ঢাকায় বীর কন্যা পাচ্ছেন রাজসিক সংবর্ধনা, বাড়িতে পুলিশ এসে শাসালো বাবাকে

0
72

স্পোর্টস ডেস্ক:: মেয়েকে যখন ঢাকায় হাজার হাজার মানুষ অসীম ভালোবাসায় বরণ করে নিচ্ছিলেন, বিজয় প্যারেডে যখন মেয়ে , টিক তখনি গ্রামের বাড়িতে তার বাবাকে শাসিয়ে গেলেন পুলিশের একজন সহকারী পরিদর্শক (এ.এস.আই)। ঘটনাটি সাফজয়ী দলের সদস্য আঁখি খাতুনের পরিবারের। এমন দিনও দেখতে হলো সাফ জেতা নারী ফুটবলার আঁখি খাতুনের পরিবারকে।

সাফ অনূর্ধ্ব-১৮ শিরোপা জেতার পর আঁখি খাতুনকে সরকারের পক্ষ থেকে উপহার দেওয়া কিছু জমি। সেই জমিয় নিয়েই নাকি কেউ একজন মামলা করেছেন আদালতে। আঁখিদের বাড়িতে পুলিশ গিয়েছিলো সমন পৌঁছে দিতে। আর সেখানেই ঘটলো এমন শাসানোর ঘটনা।

সিরাজগঞ্জের শাহজাদপুরে আঁখির বাড়ি। শাহজাদপুর থানার এ.এস.আই মামুন হোসেন আঁখিদের বাড়িতে যান কোর্টের নিষেধাজ্ঞা জাির আদেশ নিয়ে। এসময় তিনি আঁখির বাবা আক্তার হোসেনের সঙ্গে বিতর্কে জড়ান। এক পর্যায়ে তার বাবাকে ধরে থানা নিয়ে যাওয়ার হুমকি দেন এই পুলিশ কর্মকর্তা।

শাহজাদপুরের পারকোলা এলাকায় আঁখিদের বাড়ি। গৃহহীন আঁখির পরিবারকে সরকারের পক্ষ থেকে জমি বরাদ্ধ দেওয়া হয়। সেই জমি নিয়েই এবার শুরু হলো বিরোধ। যার রেশ ধরে মেয়ের এমন অর্জনের দিনে বাবাকে শুনতে হলো থানায় ধরে নিয়ে যাওয়ার হুমকি।

সিরাগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) লুৎফুর নাহার সাংবাদিকদের বলেন, মামলাটি যখন ফাইলিং হয়, তখন বোঝা যায়নি জমিটি কার। পরে আমরা বুঝতে পেরেছি ওটা ১ নম্বর খাস খতিয়ানের জমি। যেটা ফুটবলার আঁখিকে বরাদ্ধ দেওয়া হয়েছে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here