নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের আয়োজনে ঢাকায় শুরু হচ্ছে সামার ওপেন ব্যাডমিন্টন টুর্ণামেন্ট।
ঢাকার শহীদ তাজ উদ্দিন ইনডোর স্টেডিয়ামে আগামি ২৫ অক্টোবর থেকে শুরু হয়ে ২৮ অক্টোবর পর্যন্ত চলবে টুর্ণামেন্টটি। সারা দেশের উন্মুক্ত ব্যাডমিন্টন খেলোয়াড়রা টুর্ণামেন্টটিতে অংশ নিবেন।
টুর্ণামেন্টটিতে সুনামগঞ্জ জেলা থেকে অংশ নেওয়ার কথা চার জন ব্যাডমিন্টন খেলোয়াড়ের। দু’টিতে অংশ নিবেন চার জন খেলোয়াড়। অংশ নিবে আম্মার আহমে ও ইমরান হ্হুসাইন আবিদ জুটি এবং তাওসিফ হাসান আরিফ ও আদিল হুসাইন জুটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/আম্মা/০০