ঢাকায় শুরু হলো সামার ওপেন ব্যাডমিন্টন টুর্ণামেন্ট, সিলেট থেকে অর্ধশত প্রতিযোগি

0
31

নিজস্ব প্রতিবেদক: সারা দেশের শীর্ষ ব্যাডমিন্টন খেলোয়াড়দের অংশ গ্রহণে ঢাকায় শুরু হয়েছে সামার ওপেন ব্যাডমিন্টন টুর্ণামেন্ট। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং রকল্যান্ড এর পৃষ্ঠপোষকতায় মঙ্গলবার বিকেলে ঢাকার শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে টুর্ণামেন্টটির উদ্বোধন হয়।

টুর্ণামেন্টটিতে পুরুষ-মহিলা মিলিয়ে সিলেট থেকে অংশ নিয়েছেন প্রায় অর্ধশত প্রতিযোগি। এদের মধ্যে সিলেট ব্যাডমিন্টন একাডেমির ১৭ জন রয়েছে। সুনামগঞ্জ থেকে রয়েছেন ৪ জন প্রতিযোগি। সিলেট থেকে অংশ নিয়েছেন ৪ জন মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড়।

টুর্ণামেন্টটিতে পুরুষ এককে ১৯৫ জন, মহিলা এককে ২৫ জন, পুরুষ দ্বৈতে ১০৭টি দল ও মহিলা দ্বৈতে ১১টি দল অংশ নিচ্ছে।

সামার ওপেন ব্যাডমিন্টন  টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব ও বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি আব্দুল মালেক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস।

আরও উপস্থিত ছিলেন, ব্যাডমিন্টন ফেডারেশনের সহ-সভাপতি মো. আমির হোসেন বাহার, মো. আলমগীর হোসেন, জাহিরুল ইসলাম স্বপন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. গোলাম আজিজ জিলানী এবং অন্যান্য সদস্যরা।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here