নিজস্ব প্রতিবেদক:: মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টেস্ট, বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। অথচ এই টেস্টের দায়িত্বে নেই কোনো বাংলাদেশী আম্পায়ার। বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত নিয়মিত টেস্ট ম্যাচ পরিচালনা করছেন গত দুই বছর থেকে।
অথচ ঢাকা টেস্টে তিনিও নেই। মূলত আইসিসির নিয়মের কারণেই ঢাকা টেস্টে থাকছেন না কোনো দেশী আম্পায়াররা। টেস্ট ক্রিকেটে ফিরছে ‘নিরপেক্ষ’ আম্পায়ারিং। আইসিসির নিয়ম অনুযায়ী টেস্ট ম্যাচ পরিচালনা করবেন ‘নিরপেক্ষ’ আম্পায়াররা। তবে করোনাকালে এই নিয়মে কিছুটা ছাড় দেওয়া হয়। স্বদেশী আম্পায়াররা ম্যাচ পরিচালনা করতে পারতেন।
ঢাকা টেস্টে ফিল্ড আম্পায়ারের ভূমিকায় থাকবেন পল রাইফেল ও ক্রিস ব্রাউন। অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার রাইফেল এখন পর্যন্ত ৬১ টেস্টে ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন। ক্রিস ব্রাউন সে তুলনায় খুব একটা অভিজ্ঞ নয়। তার মাত্র ৪ টেস্ট ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা আছে। ম্যাচ রেফারির দায়িত্ব দেওয়া হয়েছে ইংল্যান্ডের ক্রিস ব্রডকে।
বাংলাদেশের টেস্ট আম্পায়ার সৈকত অনফিল্ড আম্পায়ার হিসেবে এখন পর্যন্ত ৯টি টেস্ট ম্যাচ পরিচালনা করেছেন। যার সবক’টিই করোনাকালে, অর্থাৎ গত দুই বছরে। সবশেষ বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্টেও তিনি ছিলেন আম্পায়াররা। তবে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে নেই তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post