স্পোর্টস ডেস্ক: টেস্ট দলে পেস বোলিং নিয়ে অনেকটা বিপাকে ছিলেন নির্বাচকরা। শহীদ, মুস্তাফিজ ইনজুরি, রুবেল, শফিউলদের ফর্ম নেই। তাসকিন টেস্টের জন্য ফিট না, তাহলে টেস্টে পেস বোলিংয়ে আসবেন কে? নিয়েই শঙ্কা ছিলো।
তাই অবধারিত ভাবেই টেস্ট দলে সুযোগ পেয়েছেন তরুণ পেসার কামরুল ইসলাম রাব্বি। জাতীয় দলের অভিষেকটা প্রতিবারই যেন ফসকে যায় পেসার কামরুল ইসলাম রাব্বির। এবার হয়তো সত্যিই হাসি ফুটতে যাচ্ছে তার মুখে।
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে অভিষেকটা এসব কারণেই অনেকখানি নিশ্চিত। তারপরও দুর্ভাবনা, এবারও যদি খালি হাতে ফিরতে হয়!
ঘরোয়া ক্রিকেটে নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে বারবার ডাক পাচ্ছেন জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে। সর্বশেষ আফগানিস্তান সিরিজের প্রাথমিক স্কোয়াডেও নাম ছিলো তার। কিন্তু বাংলাদেশের জার্সি গলানো হচ্ছে না প্রথম শ্রেণীতে ৪৭ ম্যাচে ১০৩ উইকেট নেওয়া রাব্বির।
সবকিছুর পরও ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টর ব্যাপারটি অন্যরকম। অভিষেক হবে, এমন স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে স্বয়ং নির্বাচকরাও। রাব্বি নিজেও অন্যান্যবারের চেয়ে আত্মবিশ্বাসী। তাই বলে পুরনো অতীত এখনও ভোগাচ্ছে তাকে।
দল ঘোষণা হওয়ার রাব্বি বলেন, ‘সবে তো কল পেলাম। ভালো লাগছে খুব। কিন্তু কল তো আগেও পেয়েছি। ম্যাচ খেলবো কিনা এখনও শিওর না। কি হয় কে জানে? যদি ম্যাচ খেলি তাহলে হান্ড্রেড পারসেন্ট দিয়ে খেলার চেষ্টা করবো।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/প্রি/০০