তবুও ভালো কিছুর আশায় মাশরাফি

0
26

স্পোর্টস ডেস্ক: ফিল্ডার আর ব্যাটসম্যানদের ব্যর্থতার ইংল্যান্ডের সঙ্গে ওয়ানডে সিরিজে এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া করেছে বাংলাদেশ। ৩১০ রানের টার্গেট তাড়া করতে নেমে শেষ ১৭ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। সফরকারীদের কাছে হেরে যায় ২১ রানে।

এমন হারেরও ভালো কিছুর প্রত্যাশা করছেন মাশরাফির। শুক্রবারের হারের কোন ব্যাখা না পাওয়া মাশরাফি মনে করেন, সামনে এখনো সুযোগ রয়েছে ভালো কিছু করার।

তিনি বলেন, ‘যেকোনো জায়গা থেকেই এটা হতাশার। এটা আমার একার বিষয় না পুরো টিমই আপসেট। ওভার প্রতি ৭-৮ রান লাগলে হয়তো এমন ব্যাটিং করতে পারতাম। কিন্ত যখন ৫ রান লাগে তখন দেখে ব্যাটিং করা উচিত ছিল। ৩০৯ রান চেজ করে জিততে পারলে টিমের মানসিক অবস্থা, সবদিক থেকেই ভালো অবস্থানে চলে যেতে পারতো। সিরিজে এগিয়ে যাওয়ার ভালো একটা সুযোগ ছিল। সুযোগটা নিতে পারিনি।’

বাজে শট খেলাকে দায়ী করেছেন তিনি, ‘এটা ব্যাখ্যা করা আসলে কঠিন। আস্কিং রেট যদি হয় ৪-৫ তাহলে তখন বিগ শটের প্রয়োজন হয় না। যখন আস্কিং রেট ৮ এর বেশি থাকে তখন হয়তো বিগ শট খেলতে হয়। আজ তো ওটা দরকার ছিলো না। ওদের একটা পর্যায়ে ফিল্ডিং ক্লোজ করে রাখতে হয়েছিলো। কারণ সিঙ্গেল আটকানোর প্রয়োজন ছিলো ওদের। ওই মূহুর্তে আমরা অনেক বাজে শট খেলে আউট হয়েছি।

সিরিজের দ্বিতীয় ওয়ানডে আগামীকাল রোববার। প্রথম ম্যাচে যা ভালো কিছু হয়েছে তা নিয়ে পরের ম্যাচ জিতে সিরিজে সমতায় চোখ রাখছেন মাশরাফি, এখানে হয়তোবা কিছু ভালো জিনিস হয়েছে। এগুলো পরের ম্যাচে কাজে লাগাতে পারলে হয়তো সামনে ভালো কিছুই হবে।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here