তরুণ প্রতিভা খুঁজতে পেশওয়ারের ট্যালেন্ট হান্ট, কোচিংয়ে আমলা-ইনজামামরা

0
20

স্পোর্টস ডেস্কঃ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি পেশওয়ার জালমি। দলটি আয়োজন করতে যাচ্ছে ট্যালেন্ট হান্ট। পিএসএলের তিন বারের শিরোপাজয়ী দলটি তরুণ ক্রিকেটার ওঠিয়ে আনতে এই কাজ করে যেতে চায়। আর এর কার্যক্রম শুরু হতে যাচ্ছে ইংল্যান্ডে।

‘জালমি ট্যালেন্ট হান্ট’ নামে প্রজেক্টে বেশ চমকই দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। তারকাবহুল এক কোচিং স্টাফ গঠন করেছে ফ্র্যাঞ্চাইজিটি। যেখানে বড় নাম ইনজামাম উল হক, হাশিম আমলা, ওয়াহাব রিয়াজ। এই তারকা ক্রিকেটারদের দিয়ে তরুণ প্রতিভা বের করে আনবে পেশওয়ার।

এছাড়াও কোচিং প্যানেলে আছেন জেমস ফস্টার, মোহাম্মদ আকরামরা। ইংল্যান্ডের বিভিন্ন শহরে হবে এই হান্ট। ২৮ জুন শুরু হয়ে ২২ জুলাই পর্যন্ত চলবে সেটি।

হান্ট আয়োজিত হবে নিউক্যাসল, গ্লাসগো, লুটন, ব্রিস্টল, লন্ডন, লেস্টার ও বার্মিংহ্যামে। প্রায় এক মাস ব্যাপী চলা এই হান্টে অংশ নিতে পারবেন স্থানীয় এবং পাকিস্তানি যে কেউই। ট্রায়ালে অংশ নিতে ২৫ জুলাই পর্যন্ত আবেদন গ্রহণ করবে পেশওয়ার।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here