স্পোর্টস ডেস্ক:: লা লিগায় শিরোপার মিশনে হোঁচট খেলো বার্সেলোনা। পয়েন্ট টেবিলের তলানির দল আলমেরিয়া হারিয়ে দিয়েছে জাভির দলকে। বল দখলের লড়াইয়ে একচ্ছ্ত্র আধিপত্য থাকলো গোলের খেলা ফুটবলে গোলের দেখা পেলো না বার্সা। শেষ পর্যন্ত তাই আলমেরিয়ার কারছে ১-০ গোলে হেরেই মাঠ ছাড়তে হলো তাদের।
লিগ শিরোপার দৌড়ে থাকা বার্সেলোনা আগের ২২ ম্যাচে ১৯ জয়ে ৫৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে। আলমেরিয়ার বিপক্ষে জিতলো শিরোপার দৌড়ে থাকা আরেক দল রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান বাড়িয়ে নিতে পারতো দলটি। তবে সেটি হয়নি। টেবিলের ১৫ নম্বরে থাকা আলেমরিয়ার কাছে হারতে হয়েছে ১-০ গোলে।
পুরোটা ম্যাইচ খেলেছে বার্সেলোনা। বল দখলের লড়াইয়ে জাভির দলের নিয়ন্ত্রণ ছিলো একচেটিয়া। ৭১ শতাংশ সময় বল বার্সার নিয়ন্ত্রণেই ছিলো। আলমেরিয়ার ২২১ পাসের বিপরীতে বার্সার পাস ছিলো ৫৬০টি। তবে দিনে তাদেরকে হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে।
ম্যাচের প্রথমার্ধেই লিড নিয়ে ছিলো আলমেরিয়া। ২৪তম মিনিটে এল টুরের একমাত্র গোলে এগিয়ে যায় দলটি। ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় তারা। বার্সা প্রথমার্ধে ম্যাচে ফিরতে পারেনি।
ম্যাচের দ্বিতীয়ার্ধে জাভির দল ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। তবে আলমেরিয়া নিজেদের লিড ধরে রেখে রক্ষণের শক্তি বাড়িয়ে নেয়। লেভানডফস্কিরা প্রতিপক্ষের রক্ষণে চিড় ধরাতে পারেননি। দ্বিতীয়ার্ধের পুরোটা সময়ই দুই দল থাকে গোলহীন। শেষ পর্যন্ত ১-০ গোলের হারে মাথা নিঁচু করে মাঠ ছাড়ে বার্সা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০