স্পোর্টস ডেস্কঃ চ্যাম্পিয়ন্স লিগের ২০২৩-২৪ মৌসুমের মূল পর্ব শুরু হচ্ছে আজ থেকে। কিন্তু ইউরোপ সেরার মঞ্চে দেখা যাবে না লিওনেল মেসি-ক্রিশ্চিয়ানো রোনালদোকে। ইউরোপের দল ছেড়ে তারা চলে গিয়েছেন অন্য মহাদেশের ক্লাবে। তাই দুজনকে ইউরোপের ফুটবলে দেখা যাবে না। আজ থেকে এক নতুন যুগের শুরু।
২০০৩ সালে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ খেলেছিলেন রোনালদো। আর মেসি ২০০৪-৫ মৌসুম থেকে শুরু করে খেলেছিলেন গত মৌসুম পর্যন্ত। মেসি-রোনালদো মোট ৯ বার জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। কিন্তু এবার তাঁদের কেউই নেই। ২০ বছর পর এবারেই প্রথম তাঁদেরকে বাদ দিয়ে হবে ইউরোপের ক্লাবগুলোর মহাযুদ্ধ।
চ্যাম্পিয়ন্স লিগ ১৪ বার জিতেছে রিয়াল মাদ্রিদ। আর এই দলের হয়েই রোনালদো চার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন। ইউরোপ সেরার মঞ্চে তিনি দর্শক হয়ে ছিলেন গত মৌসুমে। মৌসুমের অর্ধেকটা ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডে, যারা গতবার চ্যাম্পিয়নস লিগেই সুযোগ পায়নি। বাকি অর্ধেক কাটিয়েছেন আল নাসরে।
মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার আগে দু’বছর খেলেছিলেন প্যারিস সেইন্ট জার্মেইয়ে। গত মৌসুম পর্যন্ত তিনি ছিলেন ইউরোপে। তবে এবার আর নেই। দুই দশক ধরে যাঁরা ইউরোপের ফুটবল শাসন করেছেন, তাঁদের হয়তো আর কখনো ইউরোপের ফুটবলেই দেখা যাবে না। নেইমারও এবার নতুন গন্তব্যে। আল হিলালের হয়ে খেলছেন।
পাঁচবার চ্যাম্পিয়নস লিগ জয়ী বার্সেলোনা আজ প্রথম দিনেই মাঠে নামবে। বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি, এসি মিলান, পিএসজি, বরুসিয়া ডর্টমুন্ডের মতো ক্লাবগুলো নামবে আজ। এবার ৩২ দলের অংশগ্রহণে হলেও আগামী আসর থেকে দল বেড়ে ৩৬ হবে বলে জানিয়েছে উয়েফা। তাই ৩২ দল নিয়ে এটিই চ্যাম্পিয়ন্স লিগের শেষ আসর।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post